Beta
সোমবার, ২০ মে, ২০২৪
Beta
সোমবার, ২০ মে, ২০২৪

দি মারিয়া-রোমোরোর মায়ামি-যাত্রায় বাধা বেতন

লিওনেল মেসি এখন খেলছেন ইন্টার মায়ামিতে। সেখানেই আনহেল দি মারিয়ার যাওয়ার গুঞ্জন। ছবি: টুইটার
লিওনেল মেসি এখন খেলছেন ইন্টার মায়ামিতে। সেখানেই আনহেল দি মারিয়ার যাওয়ার গুঞ্জন। ছবি: টুইটার
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

মেজর লিগ সকারে (এমএলএস) পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ইন্টার মায়ামি। লিগের দ্বাদশ ম্যাচে নামার আগে তাদের ঘিরে একটা গুঞ্জন দানা বাঁধছে। মায়ামিতে নাকি যোগ দিতে যাচ্ছেন দুই আর্জেন্টাইন আনহেল দি মারিয়া ও সের্হিয়ো রোমেরো। যদিও কোচ জেরার্দো মার্তিনো তাদের আপাতত মায়ামিতে আসার সম্ভাবনা দেখছেন না। কারণ বাধা হয়ে দাঁড়াচ্ছে এসএলএসের আর্থিক সীমাবদ্ধতা।

মায়ামিতে লিওনেল মেসির সঙ্গী হয়েছেন তার একসময়কার বার্সেলোনা সতীর্থ লুইস সুয়ারেস, সের্হিয়ো বুশকেটস ও জোর্দি আলবা। এখন যাদের নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে, সেই দি মারিয়া ও রোমেরো হলেন মেসির আর্জেন্টিনা দলের সতীর্থ। রোমেরো ২০১৮ সালের পর আর আলবিসেলেস্তেদের হয়ে খেলেননি। তবে দি মারিয়া এখনও আর্জেন্টিনা দলের অন্যতম সেরা তারকা।

মায়ামির কোচ আর্জেন্টাইন, ওদিকে আবার মেসি আছেন, তাই দি মারিয়া ও রোমেরোর নিয়ে ওঠা গুঞ্জনে দুয়ে দুয়ে চার মেলানোর চেষ্টা করছেন অনেকেই। মায়ামি কোচ মার্তিনোকেও পড়তে হলো প্রশ্নের মুখে।

আর্জেন্টাইন কোচ বলেছেন, “না, আনহেল (দি মারিয়া) ও চিকুইতোর (রোমেরো) ব্যাপারে স্পোর্টিং ডিরেক্টরের কাছ থেকে আনুষ্ঠানিক কোনও তথ্য পাইনি। এই লিগে আর্থিক কিছু সীমাবদ্ধতা আছে। সেই নিয়মগুলো অবশ্যই মানতে হবে। যে দুই খেলোয়াড়ের ব্যাপারে কথা হচ্ছে, তাদের নিয়ে ভাবতে গেলে অবশ্যই আর্থিক বিষয়াদি দেখার প্রয়োজন আছে। সেই দিকে নজর দিলে তাদের আসার সম্ভাবনা আমি দেখি না।”

সঙ্গে যোগ করলেন, “চিকুইতো ও আনহেল দারুণ খেলোয়াড়। তবে সত্য হলো তাদের (মায়ামিতে আসার) ব্যাপারে আমার কোনও ধারণা নেই। তাছাড়া আমি বলার মতো অবস্থানেও নেই যে, আর্থিক নিয়মকানুন অনুসারে আমরা তাদের আনতে সক্ষম কিনা।”

যদিও আর্জেন্টাইন দুই খেলোয়াড়ের মায়ামিতে যোগ দেওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়েও দেয়নি মার্তিনো, “এখন এখানে দলবদলের জানালা বন্ধ। খুলবে জুন-জুলাইয়ে। তখন দেখা যাবে আমরা কী করতে পারি। কারণ সবসময়ই ট্রান্সফার মার্কেটে আমরা মনোযোগী থাকি। সময় হলে আমরা দেখতে পাবো আমাদের কী সম্ভাবনা রয়েছে।”

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত