Beta
সোমবার, ২০ মে, ২০২৪
Beta
সোমবার, ২০ মে, ২০২৪
নারী ফুটবল লিগ

কাজী সালাউদ্দিনও বললেন, এত গরমে খেলা অসম্ভব

প্রচন্ড গরমের মধ্যে নারী ফুটবল লিগের উদ্বোধন করলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। শনিবার কমলাপুর স্টেডিয়ামে। ছবি: বাফুফে।
প্রচন্ড গরমের মধ্যে নারী ফুটবল লিগের উদ্বোধন করলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। শনিবার কমলাপুর স্টেডিয়ামে। ছবি: বাফুফে।
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

তীব্র দাবদাহের মধ্যে শনিবার শুরু হয়েছে নারী ফুটবল লিগ। কেন এত গরমে খেলা চালানো হচ্ছে, সেটা নিয়ে এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম জুড়ে চলছে নেতিবাচক সমালোচনা।

কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে শনিবার খেলার উদ্বোধন করতে এসেছিলেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। কমলাপুরের কৃত্রিম টার্ফে পা রেখেই সালাউদ্দিন বুঝতে পারেন, এমন গরমে খেলা সত্যি অসম্ভব।

খেলা শুরুর আগে ফুটবলারদের সঙ্গে পরিচিতি অনুষ্ঠানে তিনি বলেন, “যখন আমি মাঠে আসার প্রস্তুতি নিচ্ছিলাম, তখনই বুঝেছি এই আবহাওয়ায় এখন মানুষের পক্ষে ফুটবল খেলা সম্ভব নয়। তখনই সাধারণ সম্পাদকের কাছে জানতে চাইলাম, কীভাবে ফ্লাডলাইটে ম্যাচ আয়োজন করা যায়। সে বলল, বড় বাজেট লাগবে। ক্রীড়া পরিষদের সঙ্গে কথা বলতে হবে। আমি বললাম, বলো। বাজেট জোগাড় করে দিচ্ছি। খেলা রাতে হবে। খেলাও ভালো হবে।’

প্রচন্ড গরমে শুরু হয়েছে নারী ফুটবল লিগ। প্রথম ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনী মুখোমুখি হয় আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাবের। ছবি: বাফুফে।

রাতে ফ্লাডলাইটে কেন নয় ফুটবল? এই প্রশ্নে বাফুফের নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ অর্থ সঙ্কটকে দায়ী করেন। রাতে ফ্লাডলাইটে প্রতিটি ম্যাচ চালাতে গড়ে ১৩ হাজার টাকা গুণতে হবে বাফুফেকে। এই টাকাগুলো দিতে হবে জাতীয় ক্রীড়া পরিষদকে।  

এমন পরিস্থিতিতে দিনের আলোতে খেলা চালানো নিয়ে তীব্র বিতর্কের মুখে পড়েছেন ফুটবল ফেডারেশনের নারী কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।

যদিও শেষ পর্যন্ত ফ্লাডলাইটের জন্য বাজেটের আশ্বাস দিয়েছেন বাফুফে সভাপতি। এরপর ফ্লাডলাইটে খেলা আয়োজনের ঘোষণাও দিয়েছেন বাফুফে সভাপতি। তাই লিগের পরের ম্যাচগুলো পড়ন্ত বিকেলে ও ফ্লাডলাইটে হওয়ার আভাস মিলেছে।

টাকার অভাবে মিয়ানমারে অলিম্পিক বাছাইয়ে নারী ফুটবল দল পাঠাতে পারেননি কাজী সালাউদ্দিন। তবে নারী ফুটবল লিগ ফ্লাডলাইটে চালানোর জন্য যত টাকাই লাগুক না কেন, সেই ব্যবস্থা করবেন তিনি। টাকার জন্য খেলা আটকে থাকবে না বলেও জানালেন তিনি, “গত পাঁচ-দশ বছর কোনও কিছু আটকে থাকেনি। জাপান, সৌদি আরবসহ সব জায়গায় দল গিয়েছে। এটাও হবে, যেখান থেকেই হোক ব্যবস্থা হবে।’

কিন্তু শুরু থেকেই কি এই বিতর্ক এড়ানো যেত না? বর্তমান পরিস্থিতিতে কাউকে দোষ দিতে চাইছেন না সালাউদ্দিন, ‘কাউকে দোষ দেওয়া যায় না। অফিস যেটা করেছে ঠিকই করেছে। কারণ আমাদের ফান্ড সমস্যা রয়েছে। এই গান গাইতে গাইতে তেতো হয়ে গেছি। আবার আমি এখন যেটা করছি, সেটাও সঠিক।’

নারী ফুটবল লিগে স্পন্সর ছিল বসুন্ধরা গ্রুপ। হঠাৎ লিগ শুরুর তিন দিন আগে প্রতিষ্ঠানটি স্পন্সরশিপ প্রত্যাহার করে নিয়েছে। এ নিয়ে সালাউদ্দিনের কোনও মন্তব্য নেই। তিনি বলেন, ‘কোনও বিতর্কে যেতে চাই না।’

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত