Beta
সোমবার, ২০ মে, ২০২৪
Beta
সোমবার, ২০ মে, ২০২৪

সবটুকু আলো এমবাপ্পের ওপর

b12
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

লিওনেল মেসি, নেইমার, কিলিয়ান এমবাপ্পে, রামোস, আশরাফ হাকিমি-রীতিমতো তারার মেলা বসিয়েছিল পিএসজি। এক দশকে ১ বিলিয়ন ইউরোর বেশি খরচ করেছে একটা চ্যাম্পিয়নস লিগের জন্য। তবে অধরা রয়ে গেছে স্বপ্নটা।

 ২০১৯-২০ মৌসুমে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল খেলাই পিএসজির সেরা অর্জন। মেসি, নেইমার, রামোসরা ছেড়ে গেছেন পিএসজি। বছর সাতেক আগে ১৮০ মিলিয়ন ইউরোয় কেনা এমবাপ্পেরও এটা শেষ মৌসুম। শেষটা রাঙাতে একটা চ্যাম্পিয়নস লিগ জিততে মুখিয়ে এমবাপ্পে। গত সাত বছরে পিএসজিতে ছয়টি লিগ জিতলেও চ্যাম্পিয়নস লিগ জিততে না পারার হাহাকার আজীবন পোড়াবে তাকে।

সেই অভিযানে আজ (বুধবার) সিগনাল ইদুনা পার্কে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল প্রথম লেগে বরুসিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে পিএসজি (ম্যাচ শুরু রাত ১টায়, দেখাবে সনি স্পোর্টস টেন ২)। এই মাঠে টানা ১০ ম্যাচ চ্যাম্পিয়নস লিগে হারেনি ডর্টমুন্ড।

তবে এবার জিততে চান পিএসজি কোচ লুইস এনরিকে, ‘‘শেষ ষোলো ও কোয়ার্টার-ফাইনালে আমরা সান সেবাস্তিয়ান ও বার্সেলোনায় জিতেছি। আমাদের লক্ষ্য সাহসী ফুটবল খেলা। আমরা দুটি দারুণ ম্যাচ খেলতে তৈরি, জিততে চাই দুটিই।”

এসি মিলান, নিউক্যাসলকে পেছনে ফেলে ‘মুত্যুকূপ’ থেকে গ্রুপসেরা হয়ে এবার নকআউটে পৌঁছেছিল ডর্টমুন্ড। দ্বিতীয় হয়ে শেষ ষোলোতে নাম লেখায় পিএসজি। গ্রুপের ম্যাচে ইদুনা পার্কে ১-১ গোলে ড্র করেছিল ডর্টমুন্ড-পিএসজি। গোল পাননি এমবাপ্পে। তবে সেমিফাইনালে সবটুকু আলো তার ওপরই।

 বার্সার মাঠে জোড়া গোল করে এমবাপ্পে বুঝিয়েছেন বড় মঞ্চের খেলোয়াড় তিনি। ডর্টমুন্ড কোচ এডিন টেরজিচ অবশ্য শুধু এমবাপ্পেকে নিয়েই ভাবছেন না, ‘‘ এমবাপ্পেকে আটকাবেন কীভাবে? প্রশ্নটা সবচেয়ে বেশি শুনতে হচ্ছে। তবে শুধু এমবাপ্পের দিকে নজর দিলে দেম্বেলে, রামোস, আশরাফ হাকিমি কিংবা মুয়ানিরাও তো থাকে?’’

পিএসজির পুরো দলটা যে ভয়ংকর সেটাই স্মরণ করিয়ে দিলেন তিনি। তবে এবারের চ্যাম্পিয়নস লিগে ৮ গোল করা এমবাপ্পে যে গড়ে দিতে পারেন ম্যাচের ভাগ্য, সেটাও ভালো জানা ডর্টমুন্ডের।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত