Beta
বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

মাদারীপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার অভিযোগ

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

মাদারীপুরে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে।

পুলিশ বলছে, শনিবার রাতে মারা গেছেন রহিমা বেগম (৩০)। রাতেই তার মরদেহ মর্গে পাঠানো হয়। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

স্বজনরা বলছেন, সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের সিদ্দিকখোলা গ্রামের আইয়ুব আলী মাতুব্বরের মেয়ে রহিমার সঙ্গে ১২ বছর আগে বিয়ে হয় মস্তফাপুর ইউনিয়নের সুচিয়ারভাঙ্গা গ্রামের এনামুল ঢালীর। এর কয়েক বছর পর ভাসুর টুকু ঢালী, ভাসুরের স্ত্রী খাদিজা বেগমের সঙ্গে পারিবারিক কলহ শুরু হয় রহিমার। এর জেরে শনিবার সন্ধ্যায় টুকু ঢালীসহ শ্বশুরবাড়ির লোকজন রহিমাকে নির্যাতন করে। রাতেই মারা যান আট মাসের অন্তঃসত্ত্বা রহিমা।

রহিমার ভাই সোহেল মাতুব্বর বলেন, “আমার বোনকে শ্বশুরবাড়ির লোকজন সবসময় নির্যাতন করত। আমাদের কাছে বিভিন্ন কাজের জন্য টাকা-পয়সা দাবি করত তারা। এরই ধারাবাহিকতায় আমার বোনকে তার ভাসুর, ভাসুরের স্ত্রীসহ তাদের বাড়ির লোকজন মিলে নির্যাতন করে হত্যা করেছে। আমি এই হত্যাকোণ্ডের ন্যায়বিচার চাই।”

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিন আহমেদ বলেন, “খবর পেয়ে শনিবার রাতেই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে রহিমা বেগমের মৃত্যুর কারণ জানা যাবে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। নিহতের পরিবার অভিযোগ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত