Beta
সোমবার, ২০ মে, ২০২৪
Beta
সোমবার, ২০ মে, ২০২৪

শেষ ম্যাচে নিজের রেকর্ড ভাঙতে পারবেন মোস্তাফিজ

ঙঙঙ
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

অভিষেক মৌসুমে আইপিএল মাতিয়েছিলেন মোস্তাফিজুর রহমান। ১৭ উইকেট পেয়েছিলেন ২০১৬ সালে। জিতেছিলেন সেরা উদীয়মানের পুরস্কার। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে সেই বছর খেলেছিলেন ১৬ ম্যাচ। এরপর আর কখনও আইপিএলের এক আসরে ১৭ উইকেট পাননি মোস্তাফিজ।

২০২১ সালে রাজস্থানের হয়ে ১৪ ম্যাচে ১৪ উইকেট নিয়েছিলেন মোস্তাফিজ। ২০১৮ সালে মুম্বাইয়ের হয়ে ৭ ম্যাচে ছিল ৭ উইকেট আর ২০২২ সালে দিল্লির হয়ে ৮ ম্যাচে ৮ উইকেট। এবার চেন্নাই সুপার কিংসের হয়ে ৮ ম্যাচেই মোস্তাফিজ পেয়েছেন ১৪ উইকেট।

 ১০ ম্যাচে তার সমান ১৪ উইকেট থাকলেও পার্পল ক্যাপটা জাসপ্রিত বুমরার। কারণ বুমারর ইকোনমি রেট ভালো। তবে আজ (বুধবার) নিজের শেষ ম্যাচে বুমরাকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ মোস্তাফিজের।

পাঞ্জাব কিংসের বিপক্ষে প্রিয় মাঠ চেন্নাইয়ে খেলেই বাংলাদেশে ফেরার বিমান ধরবেন তিনি। এই ম্যাচ ১ উইকেট পেলে পার্পল ক্যাপ মাথায় পড়ে ফিরতে পারবেন দেশে। আর ৩ উইকেট পেলে স্পর্শ করবেন ২০১৬ সালে রাজস্থানের হয়ে নিজের ১৭ উইকেট নেওয়ার রেকর্ড।

সেই রেকর্ড ছাড়িয়ে যেতে হলে নিতে হবে ৪ উইকেট। চেন্নাইয়ের ধীর গতির উইকেটে সেটা অসম্ভব নয়। কারণ এবারের আইপিএলে প্রথম ম্যাচে এই মাঠেই ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছিলেন মোস্তাফিজ।

মোস্তাফিজকে যে বাকি আইপিএলে মিস করবেন, সরাসরিই জানালেন চেন্নাইয়ের কোচ স্টিভেন ফ্লেমিং। তবে বিশ্বকাপে মোস্তাফিজের জন্য শুভকামনাও জানিয়েছেন ফ্লেমিং, ‘‘ওর পারফরম্যান্স অসাধারণ । এই কন্ডিশনে আর স্লো উইকেটে দুর্দান্ত ছিল মোস্তাফিজ। ও চলে যাচ্ছে এটা হতাশার। অবশ্যই দেশের স্বার্থ আগে। মোস্তাফিজ দারুণ একটা আইপিএল কাটিয়েছে।’’

পাঞ্জাবকে হারালে ১২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠে আসবে চেন্নাই। প্লে-অফের পথটা সহজই হবে তাতে। মোস্তাফিজ পারবেন তো শেষটা রাঙাতে।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত