Beta
মঙ্গলবার, ২১ মে, ২০২৪
Beta
মঙ্গলবার, ২১ মে, ২০২৪

৩৩ বলে সেঞ্চুরির বিশ্বরেকর্ড নামিবিয়ান ক্রিকেটারের

৩৩ বলে সেঞ্চুরির পর নিকোল। ছবি : এক্স
৩৩ বলে সেঞ্চুরির পর নিকোল। ছবি : এক্স
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

তান্ডবই চালালেন জ্যান নিকোল লফটি-ইটন। এর আগে কখনও ফিফটিই করেননি যিনি, সেই ব্যাটার করে ফেললেন সেঞ্চুরি। তাও ৩৩ বলে! তাতে নতুন ইতিহাস গড়লেন নামিবিয়ার এই ব্যাটার।

আজ (মঙ্গলবার) নেপালের কীর্তিপুরে স্বাগতিক নেপালের বিপক্ষে ৩৩ বলে সেঞ্চুরি করেন জ্যান নিকোল লফটি-ইটন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটাই দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ড।

আগের রেকর্ডটা ছিল ৩৪ বলে নেপালের ব্যাটার কুশল মাল্লার। গত বছর এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে রেকর্ডটা গড়েছিলেন কুশল। তার সামনেই রেকর্ডটা ভাঙলেন নিকোল।

নিকোল ৩৬ বলে ১১ বাউন্ডারি ৮ ছক্কায় অপরাজিত ছিলেন ১০১ রানে। নামিবিয়া পায় ৪ উইকেটে ২০৬ রানের পুঁজি। জবাবে নেপালের কুশল মাল্লা ২১ বলে ফেরেন ৩২ রানে।

২২ বছর বয়সী নিকোল এর আগে ৩২টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০.৭০ গড়ে করেছিলেন ১৮২ রান। সর্বোচ্চ স্কোর ছিল ২৮। সেই তিনি কিনা করলেন দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। এটাই টি-টোয়েন্টির সৌন্দর্য্য।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত