Beta
সোমবার, ২০ মে, ২০২৪
Beta
সোমবার, ২০ মে, ২০২৪

ইরানের হামলা : আকাশপথ খুলল ৪ দেশ, উত্তেজনা কমার ইঙ্গিত

Middle
Picture of সকাল সন্ধ্যা ডেস্ক

সকাল সন্ধ্যা ডেস্ক

আন্তর্জাতিক বিমান চলাচলের জন্য রবিবার স্থানীয় সময় সকাল সাড়ে সাতটার দিকে নিজেদের আকাশপথ উন্মুক্ত করেছে ইসরায়েল।

এর আগে ইরান শনিবার রাতে ইসরায়েলের একাধিক লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এরপরই ইসরায়েল ঝুঁকি এড়াতে তাদের আকাশপথ বন্ধ করে দেয়।

একই সময়ে লেবানন, জর্ডান ও ইরাকও তাদের আকাশপথ বন্ধের সিদ্ধান্ত নেয়।

রবিবার সকালে জর্ডানের বিমান কর্তৃপক্ষ ঘোষণা দিয়ে নিজেদের আকাশপথ উন্মুক্ত করে দেয়। ইরাকের বিমান কর্তৃপক্ষও জানায় যে, ইরানের হামলার পর ঝুঁকি প্রশমিত হয়েছে এই বিবেচনায় তারা আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের জন্য আকাশপথ উন্মুক্ত করেছে।

তবে সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স কর্তৃপক্ষ বলছে, নিরাপত্তার খাতিরে আন্তর্জাতিক অনেক ফ্লাইট এখনও মধ্যপ্রাচ্যকে এড়িয়ে যাচ্ছে।

ইউনাইটেড এয়ারলাইন্স তাদের ওয়াশিংটন ডালাস ইন্টারন্যাশনাল বিমানবন্দর থেকে আম্মান, জর্ডান দুবাইগামী সব ফ্লাইট স্থগিত করেছে।

প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানায়, “আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আমাদের গ্রাহক ও ক্রুদের নিরাপত্তার দিকে মনোযোগ দিয়ে আসন্ন ফ্লাইটের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”

এমিরেটস এয়ারলাইন্স তাদের দুবাই-আম্মান ফ্লাইট বন্ধ রেখেছে। এয়ার ফ্রান্স ও ব্রিটিশ এয়ারওয়েজ তেল আবিবের উদ্দেশে থাকা সব ফ্লাইট স্থগিত করেছে। লুফথানজাও তাদের ইসরায়েলের সব ফ্লাইট বাতিল করেছে।

কিছু এয়ারলাইন্স কোম্পানি তাদের ফ্লাইট মধ্যপ্রাচ্য এড়িয়ে ভিন্ন রুট দিয়ে চলাচল শুরু করেছে। এতে ওই কোম্পানিগুলোর ব্যয় বাড়ছে।

এ মাসের শুরুতে সিরিয়ার দামেস্কে ইরানি কনস্যুলেটে হামলায় শীর্ষস্থানীয় দুই জেনারেলসহ ইরানি রেভলিউশনারি গার্ডের সাতজন সদস্য নিহত হয়। ওই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে এর দাঁতভাঙ্গা জবাব দেওয়ার ঘোষণা দেয় ইরান। এরপর শনিবার রাতে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান।

তেহরান এই অভিযানের নাম দিয়েছে ‘টু প্রমিজ’।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত