Beta
সোমবার, ২০ মে, ২০২৪
Beta
সোমবার, ২০ মে, ২০২৪

আইপিএলের আগেই ঠিক হয়েছিল বিশ্বকাপ দল-রোহিত

সংবাদ সম্মেলনে রোহিত শর্মা ও অজিত আগারকার। ছবি : এক্স
সংবাদ সম্মেলনে রোহিত শর্মা ও অজিত আগারকার। ছবি : এক্স
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রিঙ্কু সিংয়ের স্ট্রাইক রেট ১৭৬.২৩। বিশ্বকাপে তার থাকা নিয়ে নিশ্চিত ছিল সবাই। পরিবারের পক্ষ থেকেও মিষ্টি কিনে রাখা হয়েছিল বিশ্বকাপ দল ঘোষণার আগে। কারণ ভারতীয় দলের নতুন ফিনিশার বলা হচ্ছিল তাকে। অথচ ভারতের বিশ্বকাপ দলে নেই তিনি!
কেন রিঙ্কুকে বাদ দেওয়া হল এর ব্যাখ্যায় আজ (বৃহস্পতিবার) সংবাদ সম্মেলনে ভারতীয় প্রধান নির্বাচক অজিত আগারকার জানালেন, ‘‘রিঙ্কুর কোনও দোষ নেই। সবটাই দলের ভারসাম্যের কথা ভেবে করা। দু’জন রিস্ট স্পিনার থাকায় রোহিতের হাতে বিকল্প বাড়বে। রিঙ্কু রিজার্ভে রয়েছে। এ থেকেই বোঝা যাচ্ছে, ১৫ জনের দলে ঢোকার কত কাছে ও এসেছিল। কিন্তু দিন শেষে আপনি ১৫ জনকেই নিতে পারবেন।’’

বাদ পড়েছেন রিঙ্কু সিং।

বিরাট কোহলি আইপিএলে ৫০০ রান করে ফেললেও তার স্ট্রাইক রেট নিয়ে কথা উঠেছে। আগারকার অবশ্য কোহলির স্ট্রাইক নিয়ে ভাবছেনই না, “কোহলির স্ট্রাইক রেট নিয়ে আমাদের কোনও আলোচনাই হয়নি। আইপিএলে দারুণ ফর্মে রয়েছে ও। কোহলির স্ট্রাইক রেট নিয়ে চিন্তা করার কোনও কারণই নেই।”
তবে অধিনায়ক রোহিত শর্মা স্মরণ করিয়ে দিলেন মিডলওভারে দ্রুত রান করার ব্যাপারটা, ‘‘আমাদের মিডল ওভারে দ্রুত রান করা নিয়ে ভাবতে হবে। টপ অর্ডার ভাল রান করছে। মিডল ওভারে আমাদের এমন কাউকে প্রয়োজন, যে নেমে বড় শট খেলতে পারবে। রানের গতি বাড়াতে পারবে। এজন্যই শিবম দুবেকে নেওয়া হয়েছে।’’
আইপিএলের পারফর্ম্যান্স বিবেচনা করে বিশ্বকাপ দল গড়া হয়নি। আইপিএল শুরুর অনেক আগেই বিশ্বকাপের ১৫ জন নিয়ে আলোচনা হয়েছিল বলে জানালেন রোহিত, ‘‘বিশ্বকাপের ১৫ জন নিয়ে আইপিএল শুরুর আগে থেকে আলোচনা হয়েছে। দেখুন আমাদের দলের খেলোয়াড়রা আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএল খেলছে অনেক আগে থেকে। নতুন কেউ নেই। ৭০-৮০ শতাংশ দল ঠিক করা হয়ে গিয়েছিল আইপিএল শুরুর আগেই। আমরা শুধু আইপিএলে দুই-একজনকে দেখতে চেয়েছিলাম। আইপিএলে পারফর্ম্যান্স পরিবর্তন হয় প্রতিদিন। তাই বলে আপনি প্রতিদিন পরিকল্পনা পরিবর্তন করতে পারেন না।’’
দলে অফ স্পিনার নেই, এমন প্রশ্ন করা হলে রোহিত কথা না বলে তোলেন আঙুল! বোঝান দরকার হলে তিনিই করতে পারেন অফস্পিন।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত