Beta
সোমবার, ২০ মে, ২০২৪
Beta
সোমবার, ২০ মে, ২০২৪

আশফাকুল হকের জামিন প্রশ্নে রুল, স্ত্রীর জামিন

ডেইলি স্টারের সাবেক নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক
ডেইলি স্টারের সাবেক নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক
Picture of প্রতিবেদক, সকাল সন্ধ্যা

প্রতিবেদক, সকাল সন্ধ্যা

গৃহকর্মী মৃত্যুর ঘটনায় করা মামলায় ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সাবেক নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হককে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।

তবে একই মামলায় তার স্ত্রী তানিয়া খন্দকারকে অন্তবর্তীকালীন জামিন দেওয়া হয়েছে।

সোমবার বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি ফাহমিদা কাদেরের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়।

আদালতে জামিন আবেদনকারীদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

পরে খুরশীদ আলম খান বলেন, “এটা (গৃহকর্মীর মৃত্যুতে অবহেলা) জামিনযোগ্য অপরাধ। ফলে তারা জামিন পেতে পারেন। এই যুক্তিতে শুনানির পর আদালত তানিয়া খন্দকারকে জামিন দিয়েছেন। আর আশফাকুল হকের জামিন প্রশ্নে রুল জারি করেছেন।”

তানিয়া খন্দকারের জামিনের বিরুদ্ধে আপিল করা হবে কিনা, তা এখনও নিশ্চিত করেনি রাষ্ট্রপক্ষ।

গত ৬ ফেব্রুয়ারি ঢাকার মোহাম্মদপুরের একটি বহুতল ভবন থেকে পড়ে মারা যায় প্রীতি উরাং নামে এক কিশোরী। সে ওই ভবনের আট তলার একটি ফ্ল্যাটে বসবাসরত আশফাকুল হকের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করত।

এ ঘটনায় প্রীতির বাবা লোকেশ উরাং পরদিন মোহাম্মদপুর থানায় মামলা করেন। অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে দণ্ডবিধির ৩০৪ (ক) ধারায় এ মামলা করা হয়।

সেদিনই আশফাকুল হক ও তানিয়া খন্দকারকে আদালতে হাজির করে পুলিশ। এরপর থেকে তারা কারাগারে আছেন। বিচারিক আদালতে কয়েক দফায় জামিন আবেদন করে বিফল হন আশফাকুল-তানিয়া দম্পতি। এরপর হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন তারা।

আগামী ১৬ মে এ মামলায় প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য রয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত