ব্যথার চিকিৎসা নিতে গিয়ে জানতে পারেন ক্যান্সার চূড়ান্ত পর্যায়ে ছড়িয়ে আছে শরীরে; ২০১৮ সালে ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে এই অসুখের কথা নিজেই জানান বলিউড তারকা সোনালী বেন্দ্রে।
যেখান থেকে ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ হতে থাকে, সেখান থেকেই ফিরে এসেছিলেন এই ‘হাম সাথ সাথ হ্যায়’ নায়িকা ।
শুরুতে ভেঙ্গে পড়লেও, ক্যান্সারের সঙ্গে লড়াই করতে করতে মনোবল পোক্ত হয় তার; বদল আসে ভাবনাতেও।
ক্যান্সারে আক্রান্ত সোনালী ভেবেছিলেন, কেন তার সঙ্গেই এমন হলো?
আর এখন তিনি ভাবেন, “আমার সঙ্গে হবে নাই বা কেন?”
হালে ছয় বছর আগের সেই দিনটি ফিরে দেখলেন সোনালী বেন্দ্রে; তখন তার বয়স ৪৩ বছরের মতো।
স্বাস্থ্য পরীক্ষায় ক্যান্সারের কথা জানার পর থেকে মাঝে মাঝে তার ঘুম ভেঙ্গে যেতো; তিনি ভাবতেন, ক্যান্সারের ওই রিপোর্ট একটা দুঃস্বপ্ন।
“আমি তখন কিছুতেই বিশ্বাস করতে পারতাম না, এমন কিছু ঘটেছে আমার সঙ্গে।”
ভারতের ফটোব্লগ হিউম্যানস অব বম্বের সঙ্গে আলাপে সোনালী বেন্দ্রে বলেন, “তারপর ধীরে ধীরে আমার ভাবনাকে পাল্টে ফেলি।
“আমার বোন বা আমার ছেলের যে এই অসুখ হয়নি, তাতে আমি কৃতজ্ঞ। আমি উপলব্ধি করলাম, আমার সেই মনোবলও আছে। সেরা হাসপাতালে চিকিৎসা করানোর মতো আমার প্রাচুর্য আছে। আমাকে সহায়তা করার জন্য চারদিকে অনেক কিছুই আছে।”
যুক্তরাষ্ট্রে হাসপাতালে ক্যান্সারের চিকিৎসা চলাকালে স্বামী এবং বলিউড পরিচালক গোল্ডি বেহলও ছিলেন সেখানে।
নিউ ইয়র্কে পা রাখার পর চিকিৎসক জানিয়ে দিয়েছিলেন, সোনালীর বেঁচে থাকার সম্ভাবনা মোটে ৩০ শতাংশ।
“আমরা নিউ ইয়র্কে পৌঁছানোর পরদিন ডাক্তারের কাছে গেলাম। তিনি সবরকম রিপোর্ট দেখলেন। তারপর বললেন, “এখন আপনার ক্যান্সারের চতুর্থ ধাপ চলছে।””
“এই কথা আমাকে নাড়া দিয়েছিল। আমি গোল্ডির দিকে তাকিয়ে বলেছিলাম, তোমাকে ধন্যবাদ আমাকে এখানে নিয়ে আসার জন্য।”
প্রায় ছয় মাস চিকিৎসার পর ২০১৮ সালের ডিসেম্বরে স্বামীর সঙ্গে মুম্বাই ফিরে আসেন সোনালী।
পরের বছর নভেম্বরে ছিল বেন্দ্রে-বেহল জুটির ১৭তম বিবাহবার্ষিকী। ঘুরতে গিয়ে স্বামীর প্রতি ভালোবাসা জানিয়ে ইনস্টাগ্রামে সোনালি বলেন, “গত বছর এই দিনে … আমরা নিউ ইয়র্কের হাসপাতালে ছিলাম।
“আমরা দুজন দুটো কাল দেখেছি; একটা বিসি মানে বিফোর ক্যান্সার। আরেকটা এসি মানে আফটার ক্যান্সার। আমার একটাই দর্শন, সামনে এগিয়ে চলা, নতুন কিছু শেখা। শরীর থেকে দূষিত বর্জ্য বার করে নতুন ভাবে উজ্জীবিত হওয়া আমার তালিকার শুরুতে থাকছে। গোল্ডি আমাকে আগের চেয়ে বেশি আগলে রেখেছে। তার এই পরিবর্তন আমাকে মুগ্ধ করে।”
সারফারোশ সিনেমায় ‘জো হাল দিল কা’ গানে বৃষ্টি ভেজা সোনালী ঝড় তুলেছিলেন দর্শকের মনে। চিকিৎসা চলাকালে মাথার চুল ন্যাড়া করে ফেলা প্রিয় নায়িকাকে দেখে ভক্তরা মুষড়ে পড়েছিল। সেই সোনালী বেন্দ্রে আবারও গ্লামার দুনিয়ায় ফিরেছেন। গত কয়েক বছর ধরে তাকে রিয়েলিটি শো থেকে বলিউড পাড়ায় দেখা যাচ্ছে।
ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভের দ্য ব্রোকেন নিউজ সিরিজে দ্বিতীয় পর্বে শিগগিরই দেখা যাবে সোনালী বেন্দ্রেকে। ৩ মে মুক্তি পেতে চলেছে এই ওয়েব সিরিজ।