চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ১২ মে।
শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সেদিন সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফল প্রকাশ কার্যক্রম উদ্বোধন করবেন। এসময় তার হাতে পরীক্ষার ফলের তথ্য তুলে দেওয়া হবে।
এর আগে ৯ থেকে ১১ মধ্যে ফল প্রকাশের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব দিয়েছিল দেশের শিক্ষা বোর্ডগুলো।
গত ১৫ ফেব্রুয়ারি শুরু হয়েছিল ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। সাধারণত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশের ধারা রয়েছে। ফল প্রকাশের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করে ফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন।