Beta
সোমবার, ২০ মে, ২০২৪
Beta
সোমবার, ২০ মে, ২০২৪

সাভারে ছুরিকাঘাতে যুবক নিহত

সাজ্জাদ হোসেন
সাজ্জাদ হোসেন
Picture of আঞ্চলিক প্রতিবেদক, সাভার

আঞ্চলিক প্রতিবেদক, সাভার

ঢাকার সাভারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার একপর্যায়ে ছুরিকাঘাতে সাজ্জাদ হোসেন (২৩) নামে এক যুবক নিহত হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সাভার পৌর এলাকার বক্তারপুর কোটবাড়ি বালির মাঠ মহল্লায় এ ঘটনা ঘটে।

নিহত সাজ্জাদ ঢাকার মোহাম্মদপুর থানার রায়েরবাজার ছাতা মসজিদ এলাকার শাহীন ওরফে নুরা মিয়ার ছেলে। তিনি সাভার পৌর এলাকার আরাপাড়া মহল্লায় কফিল উদ্দিনের বাড়িতে ভাড়া থেকে হেমায়েতপুর এলাকায় একটি ফার্নিচারের দোকানে কাজ করতেন।

নিহতের খালু নজরুল ইসলাম জানান, “সাজ্জাদের বন্ধুদের মাধ্যমে খবর পাই, বক্তারপুর কোটবাড়ি বালির মাঠে কে বা কারা তাকে ছুরি মেরেছে। পরে হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যায়।”

ঘটনার প্রত্যক্ষদর্শী ও সাজ্জাদের পূর্ব পরিচিত ইলেকট্রিক মিস্ত্রি বাপ্পি মিয়া তাকে হাসপাতালে নিয়ে যান। তিনি বলেন, “শুক্রবার রাত ৯টার দিকে সাভার পৌরসভার বক্তারপুর কোটবাড়ি বালির মাঠে আমাদের পূর্ব পরিচিত জুয়েল, মাসুম, আলামিন, সাজ্জাদসহ কয়েকজন আড্ডা দিচ্ছিল।

“ওই সময় তাদের পাশ দিয়ে রিকশাযোগে যাওয়ার পথে জালাল বাবুর্চির ছেলে আলামিন (২৫) ও রাব্বি ওরফে মুরগি রাব্বি (২২) তাদের দেখে জিজ্ঞেস করে তোরা কারা?”

তিনি জানান, এ সময় আলামিন ও রাব্বিকে রিকশা থেকে নামিয়ে চর-থাপ্পড় মারা হয়। তাদের দেহ তল্লাশি করে একটি ছুরি পাওয়া গেলে ক্ষমা চেয়ে তারা সেখান থেকে চলে যায়।

বাপ্পি বলেন, “এর দেড় ঘণ্টা পর ওই এলাকার সারোয়ার ভান্ডারীর ছেলে স্বপনের (৩৫) নেতৃত্বে পুনরায় আলামিন ও রাব্বিসহ ৬/৭ জন ঘটনাস্থলে আসে। এরপর কথা কাটাকাটির একপর্যায়ে সাজ্জাদকে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়।

“পরে সাজ্জাদকে দ্রুত এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্জামান বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত