Beta
রবিবার, ১৯ মে, ২০২৪
Beta
রবিবার, ১৯ মে, ২০২৪

প্রিমিয়ার লিগের শেষ দিনে রেজাউরের রেকর্ড

রেজাউর
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর শিরোপা নিশ্চিত হয়েছিল আগেই। সোমবার শেষদিন ট্রফি হস্তান্তর অনুষ্ঠান হওয়াটাই বাকি ছিল। এ ছাড়া বড় ঘটনা মাঠ থেকে যদি কিছু হতো সেটাই। সেই ঘটনা হয়েছে। একেবারে প্রিমিয়ার লিগের রেকর্ড। লিস্ট এ ক্রিকেটে দেশের সেরা ফিগার উপহার দিলেন রেজাউর রহমান রাজা।

প্রাইম ব্যাংকের হয়ে খেলা রাজা সোমবার শেখ জামাল ধানমন্ডির বিপক্ষে আগুন ঝড়ালেন বল হাতে। মাত্র ২৩ রানে নিয়েছেন ৮ উইকেট। ইনিংসের দশম ওভারে প্রথম ওভার করতে এসেই জোড়া উইকেট নেন। সাকিব আল হাসানকেও আউট করেন ওই ওভারে।

এরপর আর থামেননি রাজা। পরের ওভারেও নেন দুই উইকেট। এরপর প্রতি ওভারে একটি করে উইকেট নিয়ে মাত্র ৭১ রানে অলআউট করেন শেখ জামালকে। দলটির ইনিংসের শুরুর দুই ব্যাটার বাদে পরের ৮ ব্যাটারকে আউট করেছেন রাজা।

প্রাইম ব্যাংকের দেয়া ২৭১ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৯৯ রানে ম্যাচ হারে শেখ জামাল। ২৩ রানে ৮ উইকেট নিয়ে লিস্ট এ তে দেশ সেরা বোলিং এখন রাজার। ভেঙেছেন ২০১৭-১৮ মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগে করা ইয়াসিন আরাফাতের ৪০ রানে ৮ উইকেট নেয়ার রেকর্ড।

লিস্ট “এ” ক্রিকেটে বাংলাদেশের বোলারদের ৮ উইকেট নেওয়ার উদাহরণ এই দুটিই। এছাড়া ২০০৪ সালে জিম্বাবুয়ে “এ” দলের বিপক্ষে বাংলাদেশের আবদুর রাজ্জাক ১৭ রানে ৭, চলতি মৌসুমেই গাজী টায়ার্সের বিপক্ষে আবু হায়দার রনির ২০ রানে ৭ ও ২০১৬ সালে আবাহনীর হয়ে সাকলাইন সজিবের প্রাইম ব্যাংকের বিপক্ষে ৫৮ রানে ৭ বাংলাদেশের লিস্ট “এ“ তে সেরা বোলিং।

৬.৩ ওভারে ওভারে ২৩ রানে ৮ উইকেট নিয়ে লিস্ট “এ” ক্রিকেট ইতিহাসে ষষ্ঠ সেরা বোলিং ফিগারের কীর্তি রেজাউরের। বিশ্ব রেকর্ডটা ভারতের বাঁহাতি স্পিনার শাহবাজ নাদিমের। ২০১৮ সালে চেন্নাইয়ে বিজয় হাজারে ট্রফিতে রাজস্থানের বিপক্ষে ১০ রানে ৮ উইকেট নিয়েছিলেন ঝাড়খন্ডের হয়ে খেলা নাদিম।

এদিকে মিরপুরে ট্রফি উৎসবের দিনে শাইনপুকুরের বিপক্ষে ৪ উইকেটে জিতেছে আবাহনী। শাইনপুকুরের করা ৮ উইকেটে ২৩৪ রানের জবাবে ৬ উইকেটে ২৩৫ রান করে তারা। এনামুল হক বিজয় ১১০ রানে অপরাজিত থাকেন।

লিগে রানার্সআপ হয়েছে মোহামেডান। বিকেএসপিতে আগে ব্যাট করে ১৭৬ রান করে তারা। জবাবে গাজী গ্রুপ ক্রিকেটার্স ১২৩ রানে অলআউট হয়। ৫৩ রানে জিতে রানার্সআপ ট্রফি নিয়ে উৎসব করেছে মোহামেডান।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত