Beta
সোমবার, ২০ মে, ২০২৪
Beta
সোমবার, ২০ মে, ২০২৪

সেঞ্চুরিতেও দলকে জেতাতে পারেননি সাকিব

সাকিব-০৪
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

প্রায় ৫ বছর পর সেঞ্চুরি পেয়েছেন সাকিব আল হাসান। ব্যক্তিগত পারফরম্যান্সে তৃপ্তির ঢেকুর তুললেও ম্যাচটি শেষ করেছেন হারের হতাশায়। সাকিবের সেঞ্চুরির পরও জিততে পারেনি শেখ জামাল ধানমন্ডি ক্লাব। গাজী গ্রুপ ক্রিকেটার্সের কাছে তারা হেরেছে ২ উইকেটে।

শুক্রবার (৩ মে) ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগে মুখোমুখি হয়েছিল শেখ জামাল ও গাজী গ্রুপ। বিকেএসপির চার নম্বর মাঠের এই লড়াইয়ে সাকিবের ১০৭ রানের ইনিংসে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৮০ রান করে শেখ জামাল। তবে সাকিবের সেঞ্চুরি ম্লান হয়ে গেছে মাহফুজুর রাব্বির শতকে। এই ব্যাটারের ১২৫ রানের ইনিংসে ২ বল আগেই ৮ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে গাজী গ্রুপ।

২৮১ রানের লক্ষ্যে গাজী গ্রুপের শুরু মোটেও ভালো ছিল না। ৫৪ রান তুলতে হারায় টপ অর্ডারের চার ব্যাটারকে। তবে রাব্বির চমৎকার সেঞ্চুরিতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় তারা। ১১৮ বলে ৩ চার ও ১২ ছক্কায় ১২৫ রানের ঝমমলে ইনিংস খেলেন তিনি। রাব্বির পাশাপাশি অবদান রেখেছেন সাব্বির হোসেন শিকদার। এই উইকেটকিপার ব্যাটার খেলেন কার্যকরী ৬৪ রানের ইনিংস।

শেখ জামালের সেরা বোলার আরিফ আহমেদ, ১০ ওভারে ৪৪ রান দিয়ে তার শিকার ৪ উইকেট। সাকিব ১০ ওভারে ৪৭ রান খরচ করেও কোনও উইকেট পাননি।

তবে ব্যাটিংয়ে আলো ছড়িয়েছেন সাকিব। ২০১৯ বিশ্বকাপে পেয়েছিলেন সবশেষ সেঞ্চুরি। এরপর আন্তর্জাতিক কিংবা ঘরোয়া- কোনও জায়গাতেই আর শতকের দেখা পাননি তিনি। অবশেষে দীর্ঘ ৫ বছরের খরা কাটালেন বাঁহাতি ব্যাটার। শেখ জামালের হয়ে তিন অঙ্কের ঘর স্পর্শ করেছেন সাকিব।

মাত্র ৭৩ বলে পূরণ করেন শতক। যদিও তিন অঙ্কের ঘরে যাওয়ার পর বেশিক্ষণ টিকতে পারেননি। আউট হয়েছেন ১০৭ রান করে। ৭৯ বলের ইনিংসে মেরেছেন ৯ চারের সঙ্গে ৭ ছক্কা।

শুক্রবারই জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামছে বাংলাদেশ। প্রস্তুতিতে ঘাটতি থাকায় এই সিরিজের প্রথম তিন ম্যাচে নেই সাকিব। জাতীয় দলে ফেরার মিশনে খেলছেন ঢাকা প্রিমিয়ার লিগ। আগের ম্যাচে খেলেছিলেন ৪৯ রানের ইনিংস। আর এবার পেলেন ঝড়ো সেঞ্চুরি।

২২ গজে যেকোনও ফরম্যাটে সাকিব সর্বশেষ সেঞ্চুরি পেয়েছিলেন ২০১৯ বিশ্বকাপে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই ম্যাচে তার ব্যাট থেকে এসেছিল অপরাজিত ১০৪ রানের ইনিংস।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত