Beta
সোমবার, ২০ মে, ২০২৪
Beta
সোমবার, ২০ মে, ২০২৪

বজ্রপাতে রাঙ্গামাটি-সিলেটে নিহত ৪

দেশে প্রতিবছর বজ্রপাতে ২৬৫ জনের মৃত্যু হয়
দেশে প্রতিবছর বজ্রপাতে ২৬৫ জনের মৃত্যু হয়
Picture of সকাল সন্ধ্যা ডেস্ক

সকাল সন্ধ্যা ডেস্ক

বজ্রপাতে রাঙ্গামাটি ও সিলেটে চারজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাঙ্গামাটির বাঘাইছড়ি, তবলছড়ি ও সিলেটের কানাইঘাটে আলাদা ঘটনায় এদের মৃত্যু হয়।

নিহতরা হলেন, রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার রূপকারী ইউনিয়নের মুসলিম ব্লক এলাকার বাসিন্দা বাহারজান (৫৭) ও সাজেক ইউনিয়নের লংথিয়ান পাড়ার বাসিন্দা তনিবালা ত্রিপুরা (৩৭), জেলা শহরের তবলছড়ির সিলেটি পাড়ার বাসিন্দা মো. নজির (৫০) এবং সিলেটের কানাইঘাট উপজেলার বাবুল আহমদ (৪৮)।

বাঘাইছড়ির মুসলিম ব্লক এলাকার বাহারজানের মৃত্যুর ঘটনায় একটি গবাদিপশুরও মৃত্যু হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীণ আক্তার বলেন, “বাঘাইছড়ি রূপকারী ও সাজেক ইউনিয়নে বজ্রপাতে দুই নারী মারা গেছেন। কয়েকজন আহত হয়েছেন।”

এছাড়া সকাল সাড়ে ৮টার দিকে সিলেটি পাড়া এলাকায় কাপ্তাই হ্রদে বরশি দিয়ে মাছ ধরার সময় বজ্রপাতে মো. নজির (৫০) নামে একজন গুরুতন আহত হন। পরে তাকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হলে আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর তাকে মৃত ঘোষণা করেন।

রাঙ্গামাটির সিভিল সার্জন ডা. নূয়েন খীসা জানিয়েছেন, জেলার বিভিন্ন স্থান থেকে অন্তত সাতজন বজ্রপাতে আহত হওয়ার খবর পাওয়া গেছে।

দুপুরে সিলেটের কানাইঘাট উপজেলায় বোরো ধান কাটার সময় বজ্রপাতে বাবুল আহমদ নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এসময় আহত হন আরও দুইজন।

উপজেলার দিঘীরপাড় পূর্ব ইউনিয়নের শফিক হাওরে এ ঘটনা ঘটে।

নিহত বর্গাচাষি বাবুল উপজেলার দক্ষিণ কুয়রেরমাটি গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য সাহাব উদ্দিন জানান, সকালে হাওরে ধান কাটতে গিয়েছিলেন বাবুল। এসময় সঙ্গে ছিলেন তার ভাইয়ের ছেলে ফাহিম আহমদ (১৭), প্রদীপ বিশ্বাসসহ (২০) আরও দুজন।

হঠাৎ বজ্রপাত হ৯লে ঝলসে যান তারা, খবর পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবুলকে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত ফাহিম ও প্রদীপ বিশ্বাসকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান কানাইঘাট থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার।

এর আগে সকালে কক্সবাজারে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রতি বছর বাংলাদেশে গড়ে বজ্রপাতে ২৬৫ জনের মৃত্যু হয়। জাতিসংঘের তথ্য বলছে, প্রবল ঝড়ের সময় বাংলাদেশে বজ্রপাতে প্রতিবছর অন্তত ৩০০ জন নিহত হয়। ২০২৩ সাল পর্যন্ত এক যুগে মৃত্যু হয়েছে তিন হাজারের বেশি মানুষের। বজ্রপাতের ভয়াবহতা বিবেচনায় নিয়ে বাংলাদেশ সরকার বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প ও খরার মতো বজ্রপাতকেও জাতীয় দুর্যোগের তালিকায় যুক্ত করে।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত