Beta
সোমবার, ২০ মে, ২০২৪
Beta
সোমবার, ২০ মে, ২০২৪

ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়ার সুযোগ কিশোর ফুটবলারদের

Man 3
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

চোখের সামনে ঘুরছেন ব্রুনো ফার্নান্দেজ, কাসেমিরো, মার্কাস রাশফোর্ডরা। চাইলেই ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকা ফুটবলারদের সঙ্গে দেখা করা যাবে। সুযোগ থাকবে তাদের সঙ্গে অনুশীলনের। এমনকি ওল্ড ট্রাফোর্ডে বসে উপভোগ করা যাবে ফুটবল ম্যাচ।

বাংলাদেশের কিশোর ফুটবলারদের এমন স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এগিয়ে এসেছে বিশ্বের শীর্ষস্থানীয় টায়ার প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাপোলো টায়ারস। ম্যানচেস্টার ইউনাইটেডের গ্রাসরুট ফুটবল কার্যক্রম ‘ইউনাইটেড উই প্লে ২০২৪’ প্রথমবারের মতো হবে বাংলাদেশে।

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পৃক্ততার অংশ হিসেবে অ্যাপোলো টায়ারস প্রথমবারের মতো বাংলাদেশে এমন ফুটবলের প্রতিভা অন্বেষণ কার্যক্রম হাতে নিয়েছে।

এশিয়া প্যাসিফিক অঞ্চলে এর আগে সংযুক্ত আরব আমিরাত, ভারত, নেপাল, থাইল্যান্ডে এই কার্যক্রমের আয়োজন করেছে অ্যাপোলো টায়ারস।

আগামী বুধবার ও বৃহস্পতিবার শেখ জামাল ধানমন্ডি ক্লাব মাঠে হবে প্রতিভা অন্বেষণের বাংলাদেশ পর্ব। বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে ফুটবলার বাছাই। ফুটবল ক্যাম্পটি পরিচালনা করবেন ম্যানচেস্টার ইউনাইটেডের সকার স্কুলের প্রধান কোচ মাইকেল নিরি।

ওল্ড ট্রাফোর্ডে বসে ম্যাচ দেখার ‍সুযোগ থাকবে ফুটবলারদের। ছবি: সংগৃহীত।

সারা দেশ থেকে এরই মধ্যে ১ হাজারেরও বেশি কিশোর ফুটবলার এই ক্যাম্পে অংশ নেওয়ার জন্য নাম নিবন্ধন করেছেন। আগ্রহীরা চাইলে এখনও নাম নিবন্ধন করতে পারবেন এই লিঙ্কে https://shorturl.at/ny125

অ্যাপোলো টায়ারসের কান্ট্রি হেড আরিফুল করিম বলেন, “আমরা গর্বিত যে প্রথমবারের মতো বাংলাদেশে ইউনাইটেড উই প্লে আনতে পেরেছি। এটি অ্যাপোলো টায়ারসের ধারাবাহিক চেষ্টার ফল। আমরা বিশ্বের সেরা কিছু বাংলাদেশে আনতে চাই। খেলাধুলাতেও এর ব্যতিক্রম না। এখান থেকে বাছাইকরা সেরা ফুটবলাররা যেতে পারবে ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবে। যেখানে ফুটবলারদের অনুশীলন, তাদের সঙ্গে কথা বলা, ক্যারিংটনে ম্যানচেস্টার ইউনাইটেড সকার স্কুলের একাডেমিতে অনুশীলন করতে পারবে।”

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত