Beta
সোমবার, ২০ মে, ২০২৪
Beta
সোমবার, ২০ মে, ২০২৪

ছেলের বিয়েতে কত খরচ করছেন মুকেশ আম্বানি

অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট।
অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট।
Picture of সকাল সন্ধ্যা ডেস্ক

সকাল সন্ধ্যা ডেস্ক

এশিয়ার শীর্ষ ধনী ভারতের আম্বানি পরিবারের জন্য বিয়ে যেন কেবল বিয়ে নয়। বরং যেন এমন একটি প্রদর্শনী, যা বিশ্বের সবচেয়ে ধনী ও সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তিদেরও চমকে দেওয়ার জন্য আয়োজন করা হয়।

২০১৮ সালে মুকেশ আম্বানি তার মেয়ে ইশা আম্বানির বিয়েতে প্রায় ১০০ মিলিয়ন ডলার (প্রায় ১১০০ কোটি টাকা) খরচ করেছিলেন। সেসময় পর্যন্ত এটিই দেশটির সবচেয়ে খরুচে বিয়ে ছিলো।

ইশার বিয়েতে জগদ্বিখ্যাত সঙ্গীত শিল্পী বিয়ন্সে গান গেয়েছিলেন, যার জন্য তিনি ৪ মিলিয়ন ডলার (৩৩ কোটি ১৬ লাখ টাকার বেশি) পেয়েছিলেন। যোগ দিয়েছিলেন হিলারি ক্লিনটনের মতো মহারথীরাও। অতিথিদেরকে ইতালির লেক কোমোর পাশাপাশি মুম্বাই ও রাজস্থানের রাজকীয় সব স্থানে আপ্যায়িত করা হয়েছিলো।

২০১৯ সালে বড় ছেলে আকাশ আম্বানির (ইশা ও আকাশ জমজ ভাই-বোন) বিয়েতেও দেদারছে খরচ করেন আম্বানি। সেই বিয়েতে গাইতে এসেছিলেন ক্রিস মার্টিন। তবে সেই বিয়ের খরচের অঙ্ক জানা যায়নি।

আম্বানি কখনও নিজের কাছেও নিজেকে পরাস্ত হতে দেন না। নিজেকেও ছাড়িয়ে যান সবসময়। ফলে এবার ছোট ছেলের বিয়েতেও আম্বানি আরও বেশি খরচ করতে চলেছেন। আরও চোখ ধাঁধাঁনো আয়োজন রেখেছেন।

অনন্ত আম্বানি (২৮) বিয়ে করছেন ভারতের আরেক শীর্ষ ধনী ভিরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্টকে (২৯)। ভিরেন মার্চেন্ট দেশটির শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যাল ফার্ম এনকোর হেলথকেয়ারের প্রধান। তিনি প্রায় ৭৫০ কোটি রুপির মালিক। রাধিকা মার্চেন্ট তার একমাত্র মেয়ে।

২০২২ সালের ২৯ ডিসেম্বর রাজস্থানের নাথদ্বারার শ্রীনাথজি মন্দিরে রাধিকা মার্চেন্টের সঙ্গে বাগদান হয় অনন্ত আম্বানির। ১-৩ মার্চ তাদের প্রি-ওয়েডিং সেরেমোনি বা প্রাক-বিয়ে উৎসব অনুষ্ঠিত হয়েছে। আগামী ১২ জুলাই হবে মূল বিয়ে।

যুক্তরাষ্ট্রের ফোর্বস ম্যাগাজিনের করা ধনীদের তালিকা অনুযায়ী, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি। জ্বালানি থেকে শুরু করে টেক্সটাইল ও টেলিযোগাযোগসহ প্রায় সব কিছু নিয়ে ব্যবসা করা মুকেশের সম্পদের মূল্য ১১৭ বিলিয়ন ডলার। রিলায়েন্স গ্রুপের মোট বাজার মূল্য প্রায় ২৪৫ বিলিয়ন ডলার।

মুম্বাইতে আম্বানির ২৭-তলা উঁচু বাড়ি অ্যান্টিলা তৈরির সময়ই বিশ্বজুড়ে মনোযোগ আকর্ষণ করে। বাড়িটি বানাতে আম্বানি খরচ করেছেন ১০০ কোটি ডলারেরও বেশি। ফোর্বস বাড়িটিকে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল সম্পত্তি হিসেবে তালিকাভুক্ত করেছে।

অনন্ত ও রাধিকার বাগদান

অনন্তের জন্য জাঁকালো আয়োজন

সর্বকনিষ্ঠ সন্তানের বিয়েতে কত অর্থ খরচ করছে আম্বানি পরিবার, তার পুরো তথ্য এখনও জানা যায়নি। তবে তিন দিনের (১-৩ মার্চ) প্রাক-বিয়ে উৎসবেই মেয়ে ইশার পুরো বিয়ের খরচের চেয়ে বেশি ব্যয় করে ফেলেছে আম্বানি পরিবার।

ডিএনএ ইন্ডিয়া, ইন্ডিয়া টাইমসসহ কয়েকটি ভারতীয় সংবাদ মাধ্যমে খবর, অনন্ত আম্বানির প্রাক বিয়ের উৎসবে প্রায় ১২৫০ কোটি রুপি খরচ করেছেন মুকেশ আম্বানি।

গত ১-৩ মার্চ মুকেশ আম্বানির পৈতৃক নিবাস গুজরাটের জামনগরের একটি তেল শোধনাগারের ৩ হাজার একরের ওপর তৈরি করা বাগানে এই উৎসব হয়। বাগানটিতে প্রায় ১ কোটি গাছ এবং এশিয়ার বৃহত্তম আম বাগান রয়েছে। এটি আম্বানির পশু উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রের আবাসস্থলও, যেখানে চিতাবাঘ, বাঘ, সিংহ, জাগুয়ার ও হাতিসহ ভারত ও সারা বিশ্ব থেকে উদ্ধার করা প্রায় ২০০০টি প্রাণী রয়েছে।

সবচেয়ে ছোটো সন্তানের প্রাক-বিয়ে উৎসবে কী রাখেননি মুকেশ আম্বানি! জগদ্বিখ্যাত পপ তারকা রিয়ানা থেকে শুরু করে বলিউড তারকা শাহরুখ খানসহ বিশ্বের শীর্ষ ধনী এবং তথ্যপ্রযুক্তিশিল্পের শীর্ষ তারকা বিল গেটস ও মার্ক জাকারবার্গও ছিলেন উৎসবে।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্পও তার স্বামী ও মেয়েকে নিয়ে যোগ দেন এই উৎসবে। আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে দেশটির রথী-মহারথীরা তো ছিলেনই।

আরও ছিলেন গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই, নেদারল্যান্ডসের অটোমোবাইল প্রতিষ্ঠান স্টেলান্টিসের চেয়ারম্যান জন এলকান, যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারী প্রতিষ্ঠান ব্ল্যাকরকের সহপ্রতিষ্ঠাতা ল্যারি ফিঙ্ক, ডিজনির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বব ইগারের মতো ব্যক্তিরা।

ইন্ডিয়া টুডে বলছে, রিয়ানাকে গান পরিবেশনের জন্য আম্বানি পরিবার প্রায় ৭৪ কোটি রুপি পারিশ্রমিক দিতে হয়েছে।

বলিউড বাদশাহ শাহরুখ খান থেকে শুরু করে সালমান, আমির, সাইফ আলি খানরাও এই অনুষ্ঠানে নাচ-গান করেছেন। তাদেরও মোটা অংকের বখশিস দিয়েছেন আম্বানি। শাহরুখ সাধারণত এমন অনুষ্ঠানে ৩-৪ কোটি রুপি করে পারিশ্রমিক নেন।

ইভাঙ্কা ট্রাম্প ও তার স্বামী

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন অন্তঃসত্ত্বা অবস্থায়ই স্বামী রণবীর সিংকে সঙ্গে নিয়ে উড়ে যান জামনগরে। পেটে সন্তান নিয়েই রাজকীয় সাজে রণবীরকে নিয়ে নাচেন তিনি।

আরও ছিলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট, করন জোহর, জাহ্নবী কাপুর, দিশা পাটানি, আদিত্য রয় কাপুর ও অনন্যা পাণ্ডেসহ অসংখ্য বলিউড তারকা।

তিন দিনে প্রায় ১২০০ অতিথির জন্য ২ হাজার ৫০০ পদের খাবার পরিবেশন করা হয়। কোনও অতিথিকে একই খাবার দুবার দেওয়া হয়নি।

সুষমা স্বরাজ ও বিল গেটস

ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, অনন্ত আম্বানির প্রাক-বিয়ে উৎসবেই খরচ হয়েছে প্রায় ১২০ মিলিয়ন ডলার বা ১২৫০ কোটি রুপি। এ থেকেই আন্দাজ করা যায় পুরো বিয়ে শেষ হতে হতে কয়েক হাজার কোটি টাকা খরচ হয়ে যাবে এবার।

তবে যুক্তরাজ্যের ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ছোটো ছেলের বিয়ের জন্য আম্বানি পরিবার প্রায় ১৫২ মিলিয়ান ডলার বরাদ্দ রেখেছে।

মার্ক জাকারবার্গ ও প্রিসিলা চ্যান

দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে খুব কম লোকেরই আম্বানিদের মতো জমকালো বিয়ের সামর্থ্যে আছে। তথাপি পরিসংখ্যানে দেখা গেছে, ভারতে বিয়ে উৎসবগুলো ক্রমাগত বড় এবং আরও জমকালো উৎসব হয়ে উঠছে। ভারতে এখন প্রতি বছর বিয়েতে প্রায় ৭৫ বিলিয়ন (৭৫০০ কোটি) ডলার খরচ হয়। এতে বিয়ে দেশটির চতুর্থ বৃহত্তম শিল্পে পরিণত হয়েছে।

ভারতের সর্বকালের সবচেয়ে ব্যয়বহুল কয়েকটি বিয়ে

ভারতে বিয়ে মানেই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান, ব্যাপক ভুরিভোজ ও ব্যয়বহুল উপহার এবং দুর্দান্ত উদযাপন। ভারতে একটি বিয়ের গড় খরচ লক্ষাধিক থেকে কোটি টাকা পর্যন্ত। অনেকে তাদের বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে বছরের পর বছর ধরে সঞ্চয় করেন। ধনী ব্যক্তিদের বিয়ে তো সম্পূর্ণতই এক মহা উৎসব। ভারতের সর্বকালের সবচেয়ে ব্যয়বহুল কয়েকটি বিয়ের খবর জেনেও নেওয়া যাক।

১. লক্ষ্মী মিত্তালের মেয়ে বনিশা মিত্তাল ও ব্রিটিশ ব্যবসায়ী অমিত ভাটিয়ার বিয়ে: ২০০৪ সালে তাদের বিয়ে এতোটাই মনোযোগ আকর্ষণ করে যে গিনেস বুকের ব্যয়বহুল বিয়ের তালিকায়ও এই বিয়ের নাম উঠে যায়। সেসময় তাদের বিয়েতে খরচ হয়েছিলো ২৪০ কোটি রুপি। বর্তমানে যা কয়েক হাজার কোটি রুপির সমান হবে।ফ্রান্সের ভার্সাই প্রাসাদসহ কয়েকটি রাজকীয় স্থানে হয়েছিলো তাদের বিয়ের অনুষ্ঠান। তাদের বিয়েতে গান গাওয়ার জন্য কাইলি মিনোগকে দেওয়া হয়েছিল ৩ লাখ ৩০ হাজার ডলার। ২০০৫ সালে লক্ষ্মী মিত্তাল প্রথম ভারতীয় হিসেবে ফোর্বসের বিশ্বের শীর্ষ ১০ ধনীর তালিকায় স্থান অর্জন করেছিলেন। দুই বছর পরে তিনি ইউরোপের সবচেয়ে ধনী এশীয়র খেতাব অর্জন করেন এবং ২০১৫ সালের মধ্যে ফোর্বস তাকে বিশ্বের ৫৭তম ক্ষমতাবান ব্যক্তি হিসেবে স্থান দেয়।

২. মুকেশ আম্বানির মেয়ে ইশা আম্বানি ও ব্যবসায়ী আনন্দ পিরামলের বিয়ে: ২০১৮ সালে অনুষ্ঠিত এই বিয়েতে আম্বানি সেসময়কার হিসেবেই প্রায় ১০০ মিলিয়ন বা ১১০০ কোটি টাকা ব্যয় করেছিলেন। যা বর্তমানের হিসাবে আরও বেশি হবে।

৩. ভারতের খনি ম্যাগনেট গালি জনার্ধন রেড্ডির মেয়ে ব্রাহ্মণী রেড্ডি ও হায়দরাবাদের ব্যবসায়ী বিক্রম দেব রেড্ডির ছেলে রাজীব রেড্ডির বিয়ে: ২০১৬ সালে মেয়ের বিয়েতে গালি জনার্ধন রেড্ডি প্রায় ৫০০ কোটি রুপি খরচ করে ব্যাপক সমালোচনার মুখে পড়েন। প্রায় ৫০ হাজার অতিথিকে আপ্যায়ন করেছিলো রেড্ডি পরিবার।

৪. সাহারা প্রধান সুব্রত রায়ের দুই ছেলে সুশান্ত রায় ও সীমান্ত রায়ের বিয়ে: ২০০৪ সালে দুই ছেলেকে একসঙ্গে বিয়ে করাতে সাহার গ্রুপের প্রধান সুব্রত রায়ও কয়েকশত কোটি টাকা ব্যয় করেন। লক্ষ্ণৌর সাহারা স্টেডিয়ামে এক সপ্তাহ ধরে ওই বিয়ের উৎসবে প্রায় ১১ হাজার অতিথিকে আপ্যায়ন করা হয়।

৫. স্ট্যালিয়ন গ্রুপের প্রতিষ্ঠাতা সুনীল ভাসওয়ানির মেয়ে সোনম ভাসওয়ানি ও নবীন ফাবিয়ানির বিয়ে: স্ট্যালিয়ন গ্রুপের প্রতিষ্ঠাতা এবং সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বিশিষ্ট ব্যবসায়ী সুনীল ভাসওয়ানির মেয়ে সোনম ভাসওয়ানি কামাল ফাবিয়ানার ছেলে নাভিনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ২০১৭ সালে। অস্ট্রিয়ার ভিয়েনায় একটি রাজকীয় ভেন্যুতে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তাদের বিয়ে হয়। এতে খরচ হয় প্রায় ২১০ কোটি রুপি।

৬. দানিউবের প্রতিষ্ঠাতা আদেল সেজান ও সানা খানের বিয়ে: ২০১৭ সালে ভূমধ্যসাগরে একটি প্রমোদতরীতে দানিউব হোমের মালিক আদেল সেজান তার স্কুলপ্রেমিকা সানা খানকে বিয়ে করেন। তাদের বিয়ের খরচ ১০০ কোটি রুপি ছাড়িয়েছিলো।

৭. স্টিল টাইকুন প্রমোদ মিত্তালের মেয়ে সৃষ্টি মিত্তাল ও বিনিয়োগ ব্যাঙ্কার গুলরাজ বহলের বিয়ে: ২০১৩ সালে স্পেনের বার্সেলোনায় সৃষ্টি মিত্তাল ও গুলরাজ বহলের তিন দিনের জাঁকজমকপূর্ণ বিয়ে ব্যয়বহুল বিয়ের এক নতুন নজির স্থাপন করেছিলো। স্টিল টাইকুন ও লক্ষ্মী মিত্তালের ভাই প্রমোদ মিত্তালের কন্যার সঙ্গে ব্যাঙ্কার গুলরাজ বহলের এই বিয়েতে ৫০৫ কোটি টাকারও বেশি খরচ হয়।

৮. মুকেশ আম্বানির ছেলে আকাশ আম্বানি ও শ্লোকা মেহতার বিয়ে: ২০১৯ সালে হওয়া এই বিয়ের খরচ প্রকাশ করা হয়নি। তবে যে জাঁকজমকের সঙ্গে বিয়েটি হয়েছে তাতে ধারণা করা যায় যে বিশাল পরিমাণ খরচ হয়েছে এই বিয়েতে।আকাশ ও শ্লোকার বিয়ের খরচের পরিমাণ বিয়েতে বিভিন্ন জিনিসের পেছনে খরচ থেকেই স্পষ্ট হয়ে ওঠে। যেমন, তাদের বিয়ের কার্ডের প্রতিটির পেছনে খরচ পড়েছিল ১.৫ লাখ রুপি। সুইজারল্যান্ডে প্রায় ৫০০ অতিথির জন্য বুক করা ঐশ্বর্যশালী হোটেলের সবচেয়ে সাশ্রয়ী রুমটির ভাড়া ছিল প্রতিদিন প্রায় ১ লাখ রুপি। এসব তাদের বিয়েতে ব্যয়ের অত্যধিক পরিমাণের একটি আভাস দেয়। তারকা খচিত ওই বিয়েতে বলিউডের সেলিব্রেটিরাসহ গুগলের সিইও সুন্দর পিচাই, শিল্পপতি লক্ষ্মী মিত্তাল, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারও উপস্থিত ছিলেন। এর পাশপাশি আম্বানিরা ২ হাজার অনাথ ও দরিদ্র শিশুকেও অভিজাত অতিথিদের মতোই খাবার খাইয়েছেন।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান, পিটিসি নিউজ, ইন্ডিয়া টাইমস, ভিএন এক্সপ্রেস, ইকোনমিক টাইমস

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত