Beta
সোমবার, ২০ মে, ২০২৪
Beta
সোমবার, ২০ মে, ২০২৪

নির্বাচন দেখতে আওয়ামী লীগকে আমন্ত্রণ বিজেপির

ss-bjp-01052024
Picture of সকাল সন্ধ্যা ডেস্ক

সকাল সন্ধ্যা ডেস্ক

জাতীয় নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও প্রচারণা দেখতে বাংলাদেশ আওয়ামী লীগকে আমন্ত্রণ জানিয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

বুধবার আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ১৯ এপ্রিল শুরু হয়েছে ভারতের নির্বাচন, যা চলবে ১ জুন পর্যন্ত। ৪ জুন ভোটের ফলাফল ঘোষিত হবে।

আওয়ামী লীগের বিজ্ঞপ্তিতে বলা হয়, “ভারতের বিভিন্ন প্রদেশে সাতটি ধাপে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ক্ষমতাসীন বিজেপি এই নির্বাচনে তাদের সার্বিক প্রস্তুতি ও প্রচারণা দেখানোর জন্য বিদেশি কিছু রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে। বাংলাদেশ থেকে একমাত্র আওয়ামী লীগকে তারা আমন্ত্রণ জানিয়েছে।”

আমন্ত্রণপত্রে আওয়ামী লীগের পক্ষ থেকে একজন প্রতিনিধি পাঠাতে অনুরোধ করেছে বিজেপি। এর পরিপ্রেক্ষিতে দলের তথ্য ও গবেষণা সম্পাদক সংসদ সদস্য সেলিম মাহমুদকে ভারত সফরের জন্য মনোনীত করেছে আওয়ামী লীগ।

সফরে আওয়ামী লীগের প্রতিনিধির সঙ্গে বৈঠক করবেন বিজেপির সিনিয়র নেতারা। পাঁচদিনের সফরে দিল্লির বাইরে বিজেপির নির্বাচনী প্রচারণা সরেজমিনে দেখাতে আওয়ামী লীগ প্রতিনিধিকে ছত্রিশগড়ে নিয়ে যাবে বিজেপি।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত