Beta
বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

গাঁজার কেক-চকলেট উদ্ধার, গ্রেপ্তার ৩

ক্যালিফোর্নিয়া থেকে আসা মাদকদ্রব্য রবিবার জব্দ করা হয়। ছবি: সকাল সন্ধ্যা
ক্যালিফোর্নিয়া থেকে আসা মাদকদ্রব্য রবিবার জব্দ করা হয়। ছবি: সকাল সন্ধ্যা

বাংলাদেশ ডাক বিভাগের বৈদেশিক ডাক শাখার মাধ্যমে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে একটি পার্সেলে আসা প্রায় এক কোটি টাকা মূল্যের মাদক জব্দের কথা জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

অধিদপ্তর বলছে, এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- সিরাজগঞ্জের কাজিপুর থানার দুর্গাপুর গ্রামের মো. রাসেল মিয়া (২০), কিশোরগঞ্জ সদর উপজেলার রমজান মিয়া (২১) ও নীলফামারীর সৈয়দপুর থানার গোলাহাটি গ্রামের মো. ইমরান ওরফে রাজ (২০)।

মঙ্গলবার ঢাকার সেগুনবাগিচায় ডিএনসি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

ডিএনসির পক্ষ থেকে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিদর্শক মো. হেলাল উদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে একটি দল রবিবার পল্টন মডেল থানাধীন পুরানো ডাক ভবনে অভিযান চালায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (অপারেশনস ও গোয়েন্দা) তানভীর মমতাজের নিদের্শনায় ও ঢাকা মেট্রোপলিটন কার্যালয়ের (উত্তর) অতিরিক্ত পরিচালক মো. জাফরুল্ল্যাহ কাজলের তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করা হয়।    

অভিযানের সময় ডাক ভবনে বৈদেশিক ডাকের সিইডি/ডিসিএল শাখায় ক্যালিফোর্নিয়া থেকে আসা পার্সেল থেকে বিপুল পরিমাণ কুশ (এক ধরনের মাদক), গাঁজার তৈরি চকলেট ও কেক জব্দ করা হয়।

সংবাদ সম্মেলনে অধিদপ্তরের ঢাকা মেট্রোপলিটন কার্যালয়ের (উত্তর) উপপরিচালক মো. আবুল হোসেন জানান, পার্সেলটিতে একটি কার্টনের ভেতর ছয়টি পলি প্যাকেটে কুশ পাওয়া যায়। একই কার্টনে নয়টি গাঁজার চকলেট ও ১০টি গাঁজার কেকও ছিল।

জব্দ হওয়া মাদকের আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা বলে জানান আবুল হোসেন।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত