Beta
সোমবার, ২০ মে, ২০২৪
Beta
সোমবার, ২০ মে, ২০২৪

বিদেশি নারীর লাগেজে মিলল সোয়া ৮ কেজি কোকেন

নোমথানডাজো তাওয়েরা সোকো
নোমথানডাজো তাওয়েরা সোকো
Picture of প্রতিবেদক, সকাল সন্ধ্যা

প্রতিবেদক, সকাল সন্ধ্যা

আফ্রিকার দেশ মালাবি থেকে আসা এক নারীকে ৮ কেজি ৩০০ গ্রাম কোকেনসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গত সোমবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওই নারীকে গ্রেপ্তার করা হলেও বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে তা জানানো হয়।

ডিএনসি বলছে, এটি বাংলাদেশে ধরা পড়া কোকেনের সবচেয়ে বড় চালান, যার আনুমানিক দাম প্রায় ১০০ কোটি টাকা।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, কোকেনসহ গ্রেপ্তার নারীর নাম নোমথানডাজো তাওয়েরা সোকো (৩৫)। তিনি মালাবির ব্লান্টায়ার জেলার নামাতাপা শহরের বাসিন্দা।

সংবাদ সম্মেলনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (অপারেশন) তানভীর মমতাজ বলেন, জব্দ করা কোকেনের দাম প্রায় ১০০ কোটি টাকা। চালানটি আফ্রিকার দেশ মালাবি বা ইথিওপিয়া থেকে বাংলাদেশে এসেছে। বাংলাদেশকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করা হচ্ছিল কোকেন পাচারের জন্য। কারণ এই পরিমাণ কোকেনের চাহিদা বাংলাদেশে নেই।

যেভাবে গ্রেপ্তার

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক মো. আবুল হোসেন বলেন, অধিদপ্তরের একটি দল গত সোমবার অভিযান চালিয়ে ওই নারীকে গ্রেপ্তার করে।

লাগেজ কেটে কোকেনের প্যাকেট উদ্ধার করেন ডিএনসির সদস্যরা। ছবি : সকাল সন্ধ্যা

তিনি বলেন, সম্প্রতি গোপন সংবাদের ভিত্তিতে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর জানতে পারে– কোকেন চোরাচালানের আন্তর্জাতিক সিন্ডিকেটের দেশ ও বিদেশি সক্রিয় কয়েকজন সদস্য বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করার উদ্দেশ্যে কোকেনের একটি বড় চালান আফ্রিকা থেকে ঢাকায় আসবে। সোমবার কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে আফ্রিকার একজন নাগরিক চালানটি নিয়ে আসবেন।

আবুল হোসেন বলেন, এমন খবরে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম হজরত শাহজালাল বিমানবন্দরে অবস্থান নেয়। পরে কাতার এয়ারলাইনসের কিউআর-৬৩৮ ফ্লাইটে মালাবি থেকে আসা ওই নারীকে অন অ্যারাইভাল ভিসা ডেস্কে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখে সন্দেহ হলে টিমের সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করেন। এক পর্যায়ে তিনি তার লাগেজে মাদক থাকার কথা স্বীকার করেন। পরে তল্লাশি করে লাগেজের ভেতরে লুকানো ৮ কেজি ৩০০ গ্রাম কোকেন পাওয়া যায়।

তিনি বলেন, কোকেন চোরাচালানের আন্তর্জাতিক সিন্ডিকেটের দেশি ও বিদেশি সক্রিয় কয়েকজন সদস্য বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহারের অপচেষ্টা চালাচ্ছে। গ্রেপ্তার নারীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত