Beta
বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

স্বাভাবিক হয়ে আসছে চুয়েট ক্যাম্পাস

চুয়েটের প্রধান ফটক। ফাইল ছবি
চুয়েটের প্রধান ফটক। ফাইল ছবি

স্বাভাবিক হয়ে আসছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ক্যাম্পাস। চলমান আন্দোলন স্থগিত ঘোষণা করেছে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসনও শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশনা থেকে সরে এসেছে।

সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে গতকাল বৃহস্পতিবার ক্যাম্পাস বন্ধ ঘোষণা করে চুয়েট কর্তৃপক্ষ। শুক্রবারের মধ্যেই শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়া হয়।

এতে ক্ষুদ্ধ হয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের কাছে ‘জব্দ থাকা’ দুটি বাসের একটিতে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনার পরে বৃহস্পতিবার রাতেই আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাতে উভয়পক্ষ সমঝোতায় পৌঁছে।

বৈঠকের পরই আন্দোলন স্থগিত ঘোষণা করে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসনও অনানুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশনা থেকে সরে আসে। ফলে ক্যাম্পাসে এবং আবাসিক হলেই থাকছেন শিক্ষার্থীরা। খুলে দেওয়া হয় চুয়েটের প্রধান ফটক। আর আন্দোলন না থাকায় চুয়েটের সামনের প্রধান সড়কে চট্টগ্রাম-কাপ্তাই রুটে যান চলাচল স্বাভাবিক হয়।

তবে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ জানিয়েছে, আগামী ১১ মে পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে চুয়েট কর্তৃপক্ষ। শুক্রবার চুয়েটের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

গত ২২ এপ্রিল বিকালে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের সেলিমা কাদের কলেজ গেট এলাকায় একটি বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চুয়েটের ২০ ব্যাচের শিক্ষার্থী শান্ত সাহা ও ২১ ব্যাচের শিক্ষার্থী তৌফিক হোসেন নিহত হন। দুই সহপাঠী নিহতের পর থেকেই বাস চালকের বিচারসহ সাত দফা দাবিতে আন্দোলন করছিলেন শিক্ষার্থীরা।

২৩ এপ্রিল চুয়েট ক্যাম্পাসের সামনে গাছ ফেলে চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত