Beta
সোমবার, ২০ মে, ২০২৪
Beta
সোমবার, ২০ মে, ২০২৪

শিল্পী ধ্রুব এষ হাসপাতালে

ধ্রুব এষ
Picture of প্রতিবেদক, সকাল সন্ধ্যা

প্রতিবেদক, সকাল সন্ধ্যা

হাসপাতালে ভর্তি করা হয়েছে শিল্পী ধ্রুব এষকে। তীব্র জ্বর, কাশি এবং শ্বাসতন্ত্রের সংক্রমণ নিয়ে ঢাকার পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করে হাসপাতালটির চেয়ারম্যান লেলিন চৌধুরী বলেন, “বর্তমানে তার অবস্থা আগের তুলনায় কিছুটা স্থিতিশীল। তবে প্রকৃত অবস্থা বোঝা যাবে আগামীকাল।”

শিল্পী ধ্রব এষ কবে থেকে হাসপাতালে ভর্তি- এমন প্রশ্নে লেলিন চৌধুরী বলেন, “তিনি জ্বর, তীব্র কাশি এবং শ্বাসের সমস্যা নিয়ে বুধবার হাসপাতালে ভর্তি হন। পরিস্থিতি দেখে তাকে এইচডিইউয়ে (হাই ডিপেন্ডেন্সি ইউনিট) ভর্তি নেওয়া হয়। অক্সিজেন স্যাচুরেশন কমে যাওয়ায় তাকে অক্সিজেন দেওয়া হয়।

“এরপর ধীরে ধীরে তার অবস্থা কিছুটা উন্নতি হয়। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল।”

তিনি জানান, আইসিইউ, বক্ষব্যাধি এবং মেডিসিন বিশেষজ্ঞের একটি সমন্বিত চিকিৎসক দলের অধীনে বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন ধ্রুব এষ। লেলিন চৌধুরী বলেন, “তার বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা হয়েছে। কিছু রিপোর্ট পেয়েছি, কিছুর জন্য অপেক্ষা করছি। হয়ত সেগুলো আজ রাতে হাতে পাব। এরপর সবকিছু মিলিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”

সুনামগঞ্জের সন্তান ধ্রুব এষের বয়স ৫৭ বছর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার ছাত্র থাকার সময় বইয়ের প্রচ্ছদ আঁকা শুরু করেন। তার আঁকা প্রচ্ছদে প্রকাশিত হয়েছে ২৫ হাজারের বেশি বই। প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের অধিকাংশ বইয়ের প্রচ্ছদ তারই আঁকা।

আঁকাআঁকির পাশাপাশি তিনি লেখালেখিও করেন। শিশুসাহিত্যে অবদান রাখার জন্য ২০২২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান ধ্রুব এষ।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত