Beta
সোমবার, ২০ মে, ২০২৪
Beta
সোমবার, ২০ মে, ২০২৪

হালুয়াঘাটে জিতলেন বিএনপি থেকে বহিষ্কৃত হামিদ

মোহাম্মদ আব্দুল হামিদ
মোহাম্মদ আব্দুল হামিদ
Picture of আঞ্চলিক প্রতিবেদক, ময়মনসিংহ

আঞ্চলিক প্রতিবেদক, ময়মনসিংহ

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতিকে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত মোহাম্মদ আব্দুল হামিদ।

বুধবার রাত ১১টার দিকে হালুয়াঘাট উপজেলা নির্বাচনের বেসরকারি ফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা সফিকুল ইসলাম।

নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী আব্দুল হামিদ জেলা উত্তর বিএনপির সদস্য ছিলেন। দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপি থেকে বহিষ্কার করা হয় তাকে।

ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, মোহাম্মদ আব্দুল হামিদ চেয়ারম্যান পদে আনারস প্রতীকে ৩৪ হাজার ১৮৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী সহসভাপতি মো. নাজিম উদ্দিন দোয়াত কলম প্রতীকে পান ২৮ হাজার ৭৭ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে শেখ রাসেল তালা প্রতীকে ২৫ হাজার ৫৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এবিএম কাজল সরকার টিয়া প্রতীকে পেয়েছেন ২০ হাজার ৬০২ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. মনোয়ারা বেগম হাঁস প্রতীকে ৩১ হাজার ৮৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুমী বেগম সেলাই মেশিন প্রতীকে পেয়েছেন ৩০ হাজার ১১৩ ভোট।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে বুধবার হালুয়াঘাট উপজেলায় ৯৪টি ভোটকেন্দ্রের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়। এই উপজেলায় মোট ভোটার ২ লাখ ৮১ হাজার ৮৮১ জন।

জেলা নির্বাচন কর্মকর্তা সফিকুল ইসলাম জানান, এই উপজেলা নির্বাচনে ভোট পড়েছে ২৭ শতাংশ।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত