দুবাইয়ে পুলিশ গ্র্যান্ডমাস্টার্স দাবায় প্রথম দুই রাউন্ডেই ড্র করেছিলেন বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান। তৃতীয় রাউন্ডে এসে পেয়েছেন জয়ের দেখা।
তৃতীয় রাউন্ডে ফাহাদের প্রতিপক্ষ ছিলেন কাজাখস্তানের মহিলা আন্তর্জাতিক মাস্টার নুরম্যান আলুয়া। ২৩০৭ রেটিংধারী এই মহিলা দাবাড়ু ফাহাদকে তেমন চ্যালেঞ্জ জানাতে পারেননি। অনেকটা সহজেই জিতেছেন। ৪৮ চালে ফাহাদ হারান আলুয়াকে।
চতুর্থ রাউন্ডে ফাহাদের প্রতিদ্বন্দ্বী উজবেকিস্তানের গ্র্যান্ডমাস্টার ভাখিদভ জাখংগির।