Beta
বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
ব্যাংকক চেস ক্লাব ওপেন টুর্নামেন্ট

আইএম নর্ম নীড়ের, হাতছানি জিএমের

মনন রেজা নীড়ের সামনে গ্র্যান্ড মাস্টার হওয়ার হাতছানি। ছবি: সংগৃহীত।
মনন রেজা নীড়ের সামনে গ্র্যান্ড মাস্টার হওয়ার হাতছানি। ছবি: সংগৃহীত।

যে টুর্নামেন্টে খেলার কথা ছিল না মনন রেজা নীড়ের, সেই টুর্নামেন্টেই কিনা করলেন ক্যারিয়ার সেরা পারফরম্যান্স।

থাইল্যান্ডে চলছে ২১তম ব্যাংকক চেস ক্লাব ওপেন টুর্নামেন্ট। কয়েক দিন আগেই এই টুর্নামেন্টে দু দুজন গ্র্যান্ডমাস্টারকে হারিয়েছেন ১৪ বছর বয়সী ফিদে মাস্টার। এরপর ধারাবাহিকভাবে ভালো খেলছেন। সেই পারফরম্যান্সের পুরস্কারও এবার মিলেছে। এক রাউন্ড বাকি থাকতেই আন্তর্জাতিক মাস্টারের নর্ম পূরণ হয়েছে নীড়ের।

নারায়ণঞ্জের ফিলোসোফিয়া স্কুলের নবম শ্রেণির ছাত্র নীড় শনিবার অষ্টম রাউন্ডে হারিয়েছে ফিলিপাইনের আন্তর্জাতিক মাস্টার ড্যানিয়েল কুইজনকে। এই জয়ে ৮ ম্যাচে নীড়ের পয়েন্ট হয়েছে সাড়ে ৬। টুর্নামেন্টে একটি করে ড্র ও হার। বাকি ৬ ম্যাচে জয়।

দাবার বোর্ডে চালে মগ্ন নীড় (সাদা শার্ট)। ছবি: সংগৃহীত।

রবিবার শেষ রাউন্ডে প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন তার চেয়ে বেশি রেটিংয়ের দাবাড়ু ভারতীয় গ্র্যান্ডমাস্টার মিত্রভা গুহকে। তাঁকে হারাতে পারলে কিংবা এই ম্যাচ ড্র করতে পারলে গ্র্যান্ডমাস্টার নর্মও হতে পারে নীড়ের।

শেষ রাউন্ডে হারলেও আইএম নর্ম নিশ্চিত হয়েছে নীড়ের। থাইল্যান্ড থেকে সকাল সন্ধ্যাকে তেমনটাই জানিয়েছেন নীড়ের সঙ্গে খেলতে যাওয়া আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল, “কাল যদি সে হেরেও যায় তাহলেও তার আইএম নর্ম নিশ্চিত।”

নীড়ের খেলায় মুগ্ধ এই আন্তর্জাতিক মাস্টার, “ সে এত ভালো খেলে সেটা আমার জীবনে আগে দেখিনি। এর আগে আজারবাইজানে গিয়েছিলাম ওর সঙ্গে। সেই তুলনায় এবার অনেক ভালো খেলছে। নীড় অন্য রকম দাবাড়ু। ও কি পরিমাণ প্রতিভাবান সেটা সে খেলা দিয়ে বুঝিয়ে দিয়েছে। ওর তো আসার কথা ছিল না। জানত না টুর্নামেন্টের কথা। ওর মাকে বলার পর ওকে শেষ মুহূর্তে পাঠাল। ও এত ভালো করবে আমি নিজেও কল্পনা করিনি। এমন খেললে দ্রুতই সে জিএম হয়ে যাবে।”

থাইল্যান্ডে দারুণ খেলছে নীড়। ছবি: সংগৃহীত।

নীড় ফিদে মাস্টার হয়েছে গত বছর। এটি তার প্রথম আইএম নর্ম। আইএম হতে হলে তিনটি নর্মের পাশাপাশি ২৪০০ রেটিং লাগে। মনন ২২৮৫ রেটিং নিয়ে থাইল্যান্ডে খেলতে যায় মনন। সেখানে দুটি টুর্নামেন্টে তার রেটিং বেড়েছে ১৫৪। ফলে তার রেটিং ২৪০০ পার হয়ে হয়ে গেছে। এখন তার আর দুটি নর্ম দরকার।

নীড় নিজেও অবাক এমন পারফর‌ম্যান্সে। থাইল্যান্ড থেকে সে সকাল সন্ধ্যাকে বলেছে, ‘ এত ভালো খেলব সেটা আশা করিনি। এখানে দুজন গ্র্যান্ডমাস্টারকে হারাই। প্রথম জনকে হারানোর পর আত্মবিশ্বাস বেড়েছে। তবে কালকের ম্যাচ নিয়ে একটু চাপ রয়েছে। কিন্তু নিজের খেলাটা খেলব। ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে।”

বাংলাদেশ থেকে এই টুর্নামেন্টে আরও খেলছেন ফিদে মাস্টার নাঈম হক, তৈয়বুর রহমান সুমন ও তাসরিক শায়ান।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত