Beta
বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

টানা ২৭ দিনের রেকর্ড তাপপ্রবাহ

তীব্র রোদ থেকে বাঁচাতে শিশুর মাথায় কাপড় দিয়েছেন এই অভিভাবক। ছবি : সকাল সন্ধ্যা
তীব্র রোদ থেকে বাঁচাতে শিশুর মাথায় কাপড় দিয়েছেন এই অভিভাবক। ছবি : সকাল সন্ধ্যা

গত ৩১ মার্চ দেশে শুরু হয়েছে তাপপ্রবাহ। সে হিসাবে শুক্রবার ২৭ দিনের মতো দেশে চলছে তাপপ্রবাহ। একটানা এতদিন তাপপ্রবাহ হওয়ার ঘটনা গত ৭৬ বছরে দেখা যায়নি।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, ২০১৯ সালে দেশে টানা ২৩ দিন তাপপ্রবাহ চলমান ছিল, সেটাই ছিল সবচেয়ে বেশিদিনের হিসাব। তারও আগে ২০১০ সালে রাজশাহীতে তাপপ্রবাহ ছিল ২০ দিন, তবে তা টানা ছিল না। আর গত বছর তাপপ্রবাহ চলেছিল টানা ১৮ দিন।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. উমর ফারুক সকাল সন্ধ্যাকে বলেন, “আমাদের কাছে সুনির্দিষ্টভাবে সর্বোচ্চ তাপপ্রবাহের উপাত্ত আছে ১৯৮১ সাল থেকে। সেটি বিশ্লেষণ করে দেখা যায়, এবার তাপপ্রবাহ টানা ২৭ দিন ধরে চলমান রয়েছে। এর মধ্যে দিয়ে গত ৭৬ বছরের রেকর্ড ভাঙল।”

আবহাওয়া অধিদপ্তরের কাছে ১৯৪৮ সাল থেকে বিভিন্ন স্টেশনের আবহাওয়ার তথ্য-উপাত্ত আছে। তবে সব বছরের সব স্টেশনের উপাত্ত নেই। এসব উপাত্ত একেবারে সুনির্দিষ্টভাবে আছে ১৯৮১ সাল থেকে। তারপরও আগের স্টেশনগুলোর তথ্য বিশ্লেষণ করে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবদরা এ কথা বলছেন।

এবার যেমন টানা তাপপ্রবাহ হয়েছে, আবার এর বিস্তৃতিও বেশি ছিল উল্লেখ করে উমর ফারুক সকাল সন্ধাকে বলেন, “এ বছর দেশের ৭৫ ভাগ এলাকা দিয়ে টানা তাপপ্রবাহ বয়ে গেছে, যা আগে কখনওই ছিল না।”

তিন দফায় জারি করা হিট অ্যালার্টের সময়সীমা শেষ হওয়ার পর ২৫ এপ্রিল বৃহস্পতিবার সকাল থেকে পরবর্তী ৭২ ঘণ্টার জন্য নতুন করে হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বাতাসে জলীয়বাষ্পের আধিক্যের কারণে গরমে অস্বস্তি বাড়তে পারে।

শুক্রবার চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিন সেখানে তাপমাত্রা পাওয়া গেছে ৪২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গত শনিবার মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল যশোরে, ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত