Beta
রবিবার, ১৯ মে, ২০২৪
Beta
রবিবার, ১৯ মে, ২০২৪

ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন হাইকোর্টে স্থগিত

Highcourt
Picture of প্রতিবেদক, সকাল সন্ধ্যা

প্রতিবেদক, সকাল সন্ধ্যা

ঝিনাইদহ-১ আসনে উপনির্বাচনের ঘোষিত তফসিল স্থগিত করেছে হাইকোর্ট।

এ সংক্রান্ত এক আবেদনের শুনানি নিয়ে সোমবার বিচারপতি ড. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ উপনির্বাচন স্থগিতের আদেশ দেয়। আদেশে এ নির্বাচন সংক্রান্ত সব কার্যক্রম স্থগিত করতে বলা হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে জয় পেয়েছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই। গত ১৬ মার্চ থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এতে আসনটি শূন্য হয়।

এরপর এই আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। সে অনুযায়ী, আগামী ৫ জুন ঝিনাইদহ-১ আসনে ভোট হওয়ার কথা ছিল।

৭ জানুয়ারি ভোটগ্রহণের পর নৌকা প্রতীকের প্রার্থী মো. আব্দুল হাইকে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন।

ঘোষিত ভোটের ফলাফল অনুযায়ী, আব্দুল হাই পেয়েছিলেন ৯৪ হাজার ৩৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলাল বিশ্বাস পান ৮০ হাজার ৫৪৭ ভোট।

তবে ভোটগ্রহণ ও ভোটগণনায় অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য পদের গেজেট স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন করেন নজরুল ইসলাম দুলাল বিশ্বাস।

এর পরিপ্রেক্ষিতে গত ১ ফেব্রুয়ারি ঝিনাইদহ-১ আসনের নির্বাচনের ফলাফল দুই মাসের জন্য স্থগিত করে বিচারপতি একেএম আসাদুজ্জামানের একক হাইকোর্টর বেঞ্চ। ওই মাসেরই ৫ তারিখ হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিল করেন নৌকার প্রার্থী আব্দুল হাই।

তার আপিলের শুনানি নিয়ে হাইকোর্টের দেওয়া আদেশ ১৩ মে পর্যন্ত স্থগিত করে দেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম। ফলে আব্দুল হাইয়ের সংসদ অধিবেশনে অংশগ্রহণের পথে বাধা দূর হয়ে যায়।

তবে বেশিদিন তিনি সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করতে পারেননি।

তার মৃত্যুতে শূন্য হওয়া আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। কমিশনের এ সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে সম্পূরক আবেদন করেন নজরুল ইসলাম দুলাল বিশ্বাস।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মামুন মাহবুব, নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন খালেকুজ্জামান।

আদেশের বিষয়ে মামুন মাহবুব বলেন, “আমার ক্লায়েন্ট নজরুল ইসলাম। তিনি মৃত আব্দুল হাইয়ের সঙ্গে নির্বাচন করে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছিলেন। এটি নিয়ে বহু আগে আমরা নির্বাচন কমিশনে আবেদন ফাইল করেছি। আব্দুল হাই মারা যাওয়ার পর আরপিও’র ৭০ ধারা অনুযায়ী আমরা বলেছি, আমাদের ক্লায়েন্টকে পরবর্তী সংসদ সদস্য ঘোষণা করা উচিত।

“এরপরও নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে। আমাদের বক্তব্য হলো, অন মেরিটে শুনানি করতে হবে। এটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন সিডিউল বন্ধ থাকবে। আদালত শুনে নির্বাচনের তফসিল স্থগিত করেছেন। আগামী রবিবার থেকে রুল শুনানি হবে।”

স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৭ জানুয়ারি নির্বাচনে অংশ নেওয়া নজরুল ইসলাম বিশ্বাস বিল্ডার্স ও কালবেলা মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। ব্যবসার পাশাপাশি স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গেও তিনি জড়িত।

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের এই সহ-সভাপতি দলের মনোনয়ন পেতে ফরমও জমা দিয়েছিলেন। কিন্তু মনোনয়ন না পাওয়ায় পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে অংশ নেন।

এর আগে গত ২৩ এপ্রিল নির্বাচন ভবনে ৩২তম কমিশন সভা শেষে নির্বাচন কমিশন ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।

সে অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ঠিক করা হয় ৭ মে, মনোনয়নপত্র বাছাই ৯ মে, বাছাইয়ের বিরুদ্ধে আপিল ১০ থেকে ১৪ মে, আপিল নিষ্পত্তি ১৫ মে।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ধার্য্য করা হয়েছিল ১৬ মে এবং প্রতীক বরাদ্দ দেওয়ার দিন ঠিক ছিল ১৭ মে।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত