Beta
সোমবার, ২০ মে, ২০২৪
Beta
সোমবার, ২০ মে, ২০২৪

৫৫ উপজেলা ও  ঝিনাইদহ-১ আসনে ভোট ৫ জুন

কমিশন সভা শেষে মঙ্গলবার সাংবাদিকদের ব্রিফ করেন ইসি সচিব জাহাংগীর আলম। ছবি : সকাল সন্ধ্যা
কমিশন সভা শেষে মঙ্গলবার সাংবাদিকদের ব্রিফ করেন ইসি সচিব জাহাংগীর আলম। ছবি : সকাল সন্ধ্যা
Picture of প্রতিবেদক, সকাল সন্ধ্যা

প্রতিবেদক, সকাল সন্ধ্যা

স্থানীয় সরকারের উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ও শেষ ধাপের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৫ জুন চতুর্থ ধাপে ৫৫ উপজেলায় ভোট হবে। একইদিনে ঝিনাইদহ-১ আসনে উপনির্বাচনের দিনও ধার্য করেছে কমিশন।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে ইসি সচিব জাহাংগীর আলম সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে বেলা সাড়ে ৩টায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে কমিশন সভা হয়।

তফসিল অনুযায়ী, প্রথম ধাপে আগামী ৮ মে ১৪৮ উপজেলায় এবং ২১ মে দ্বিতীয় ধাপে ১৫৯ উপজেলার ভোট হবে। তৃতীয় ধাপে ১১২টি উপজেলায় ভোট হবে ২৯ মে। এরপর চতুর্থ ও শেষ ধাপে ৫৫ উপজেলায় ভোট হবে আগামী ৫ জুন।

বর্তমানে দেশে উপজেলার সংখ্যা ৪৯৫টি হলেও এ পর্যন্ত ৪৭৭টি উপজেলায় নির্বাচনের তফসিল ঘোষণা করেছে ইসি। মঙ্গলবার তিন উপজেলায় ভোট স্থগিত হওয়ায় চার ধাপে ৪৭৪ উপজেলায় ভোটগ্রহণ করা হবে। বাকি ১৮ উপজেলা এখনও নির্বাচনের যোগ্য হয়নি।

ইসি সচিব জাহাংগীর আলম বলেন, আগামী ৫ জুন দেশের ৫৪ উপজেলায় চতুর্থ ধাপের ভোটগ্রহণ হবে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। এর সঙ্গে নওগাঁর মহাদেবপুর উপজেলায় প্রার্থীর মৃত্যুতে স্থগিত হওয়া ভোটও এ ধাপে অনুষ্ঠিত হবে, ফলে মোট ৫৫ উপজেলায় ভোট হবে।

তফসিল অনুযায়ী, চতুর্থ ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৯ মে, মনোনয়ন যাচাই-বাছাই ১২ মে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৩ থেকে ১৫ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯ মে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে  ২০ মে।

ইসি সচিব বলেন, চতুর্থ ধাপের ভোটে দুটি জেলায় ভোট হবে ইভিএমে। বাকিগুলোয় স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণ করা হবে।

নির্বাচনে কোনও প্রার্থীকে দলীয় প্রতীক দেওয়া হবে না বলে আগেই জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আর এই সরকারের অধীনে কোনও নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে বিএনপি। ফলে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনেকটা নির্দলীয় প্রতীকেই অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ঝিনাইদহ-১ আসনে উপনির্বাচন

জাহাংগীর আলম জানান, চতুর্থ ধাপে উপজেলা নির্বাচনের সঙ্গে ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ করা হবে। দ্বাদশ সংসদ নির্বাচনে এ আসনে বিজয়ী আব্দুল হাইয়ের মৃত্যুতে আসনটি শূন্য হয়।

ইসি সচিব বলেন, উপনির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৭ মে, মনোনয়নপত্র বাছাই ৯ মে, বাছাইয়ের বিরুদ্ধে আপিল ১০ থেকে ১৪ মে, আপিল নিষ্পত্তি ১৫ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৬ মে এবং  প্রতীক বরাদ্দ ১৭ মে। এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন খুলনা অঞ্চলের আঞ্চলিক কর্মকর্তা।

দেশের নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে ২৮টি অংশ নিয়েছিল সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলনরত বিএনপিসহ সমমনা ১৬টি দল ৭ জানুয়ারির ওই নির্বাচনে অংশ নেয়নি।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত