Beta
সোমবার, ২০ মে, ২০২৪
Beta
সোমবার, ২০ মে, ২০২৪

অমরত্বের পথে আরেক ধাপ লেভারকুসেনের

321
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

জাবি আলোনসোর লেভারকুসেনকে থামাবে কে? অমরত্বের পথে আরও এক ধাপ এগিয়ে গেল তারা। বুন্দেসলিগা নিশ্চিত করা দলটি কাল (রবিবার) ফ্রাঙ্কফুর্টকে বিধ্বস্ত করেছে ৫-১ গোলে। এই জয়ে টানা ৪৮ ম্যাচ অপরাজিত লেভারকুসেন।

তাতে স্পর্শ করল ৫৯ বছর আগে করা বেনফিকার  রেকর্ড। ১৯৬৩ সালের ডিসেম্বর থেকে ১৯৬৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৪৮ ম্যাচ অপরাজিত ছিল পর্তুগালের ক্লাবটি। লাজোস জেইলার ও এলেক স্কার্টজের কোচিংয়ে খেলা দলে ছিলেন পর্তুগালের কিংবদন্তি ইউসেবিও।

লেভারকুসেনে এত বড় নামের কেউ নেই। দলীয় সমন্বয়ে পাওয়া সাফল্যে খুশি কোচ আলোনসো, ‘‘মৌসুমজুড়ে আমাদের ধারাবাহিকতা ছিল অসাধারণ। তবে আমরা প্রতিনিয়ত উন্নতি করার চেষ্টা করে চলেছি।’’

ইউরোপে টানা সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডটি সেল্টিকের। স্কটল্যান্ডের এই ক্লাব ১৯১৫ থেকে ১৯১৭ সালে হারেনি ৬২টি ম্যাচ। একই দিনে দুটি ম্যাচ খেলার ঘটনাও আছে তাদের! ১৯৩৩ থেকে ১৯৩৫ পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ ৬০ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডটি বেলজিয়ামের ক্লাব ইউনিয়ন এসজির। লেভারকুসেন কি পারবে তাদের স্পর্শ করতে?

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত