Beta
বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

০-৩ থেকে ৩-৩, রূপকথা হলো না তবু

টাইব্রেকার জিতে এফএ কাপের রেকর্ড ২২তম ফাইনালে ম্যানইউ। ছবি : এক্স
টাইব্রেকার জিতে এফএ কাপের রেকর্ড ২২তম ফাইনালে ম্যানইউ। ছবি : এক্স

কভেন্ট্রি সিটি ৩ (২): ৩(৪) ম্যানচেস্টার ইউনাইটেড

ফুটবলে রূপকথার প্রত্যাবর্তনের অনেক গল্পই আছে। তাতে রবিবার যোগ হতে পারত আরেকটা অধ্যায়। এফএ কাপ সেমিফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ৭০ মিনিট পর্যন্ত ৩-০ গোলে পিছিয়ে ছিল কভেন্ট্রি সিটি।

ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপের সেই দলটি অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচে সমতা ফেরায় ৩-৩’এ। তবে শেষ পর্যন্ত হেরে যায় টাইব্রেকারে। ৪-২ ব্যবধানে জিতে ফাইনালে ম্যানইউ। সেই ফাইনালে তাদের প্রতিপক্ষ নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি। এ নিয়ে রেকর্ড ২২ বার ফাইনাল খেলছে ম্যানইউ।

২৩ মিনিটে স্কট ম্যাকটমিনে ও হ্যারি ম্যাগুয়ার বিরতির ঠিক আগে করেন এক গোল। ৫৮ মিনিটে ব্যবধান ৩-০ করেন ব্রুনো ফার্নান্দেস। এরপরই ঘুরে দাঁড়ানো ১৯৮৭ সালে এফএ কাপ জেতা কভেন্ট্রির। এর শুরুটা ৭১ মিনিটে এলিস সিমসের গোলে।

৭৯ মিনিটে ক্যালাম ও’হেয়ারের আগুনে শট ওয়ান-বিসাকার শরীর লেগে জালে জড়ালে উত্তেজনা ফিরে ম্যাচে। ইনজুরি টাইমের পঞ্চম মিনিটে বিসাকার হ্যান্ডবলের সুবাদে পাওয়া পেনাল্টি থেকে গোল করে ৩-৩ সমতা ফেরান হাজি রাইট।

১১৭ মিনিটে এলিস সিমসের শট ক্রসবারের নিচের অংশে লেগে বাইরে বেরিয়ে গেলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে কাসেমিরো প্রথম শট মিস করলেও বল জালে জড়ান দিয়োগো দালোত, ক্রিস্টিয়ান এরিকসেন, ব্রুনো ফার্নান্দেস ও হইলুন্দ।

 ওনানা ঠেকিয়েছিলেন কভেন্ট্রির ক্যালাম ও’হেয়ারের শট। বেন শিফ মারেন বার উঁচিয়ে! তাতেই রূপকথা লেখা হয়নি পুঁচকে এই দলের।

ফুলহাম ১ : ৩ লিভারপুল

এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা দৌড়ে টিকে রইল লিভারপুল। রবিবার ফুলহামকে তারা হারিয়েছে ৩-১ গোলে। লিগে দুই ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে তারা। ৩২ মিনিটে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড লিভারপুলকে এগিয়ে দিলেও বিরতির আগে সমতা ফেরান টিমোটি কাস্তানি।

৫৩ মিনিটে রায়ান গ্রাভানেবারচে ও ৭২ মিনিটে দিয়োগো জোতার গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল। তারা এখন পয়েন্ট টেবিলের দুইয়ে। ৩ ম্যাচে ২২ জয় ও ৮ ড্রয়ে লিভারপুলের পয়েন্ট ৭৪। সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে আর্সেনাল। এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটি ৭৩ পয়েন্ট নিয়ে আছে তিনে।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত