Beta
সোমবার, ২০ মে, ২০২৪
Beta
সোমবার, ২০ মে, ২০২৪

মেসির ৫ অ্যাসিস্ট, রোনালদোর হ্যাটট্রিক

321
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

লিওনেল মেসিকে ছাড়া ইন্টার মায়ামি ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছিল নিউইয়র্ক রেড বুলসের কাছে। আজ (রবিবার) মেসিকে ফিরে পেয়ে প্রতিশোধ নিল তারা। ঘরের মাঠ ফ্লোরিডার ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে ৬-২ গোলে বুলসকে উড়িয়ে দিয়েছে মায়ামি।

লিওনেল মেসি করেছেন ৫টি অ্যাসিস্ট, গোল ১টি। হ্যাটট্রিক করেছেন লুইস সুয়ারেজ। অন্য দুটি প্যারাগুইয়ান মিডফিল্ডার মাতিয়াস রোহাসের। সুয়ারেজ নিজের প্রথম গোলটি করেন ৬৮ মিনিটে। ৭৫ ও ৮১ মিনিটের গোলে পূর্ণ করেন হ্যাটট্রিক।

এবারের মেজর লিগ সকারে মেসির সমান ১০ গোল এখন সুয়ারেজেরও। মেসির অ্যাসিস্ট অবশ্য ৯টি।

এদিকে সৌদি প্রো লিগে কাল রাতে (শনিবার) আল ওয়েহদার বিপক্ষে ৬-০ গোলের বড় জয় পেয়েছে আল নাসর। ক্রিস্তিয়ানো রোনালদো করেছেন হ্যাটট্রিক। অন্য তিন গোল ওতাভিও, সাদিও মানে ও মোহাম্মদ আল-ফাতিলের। আল নাসরের পয়েন্ট ৩০ ম্যাচে ৭৪। আর শীর্ষে থাকা আল হিলালের পয়েন্ট ২৯ ম্যাচে ৮৩।

 

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনালদো লিখেছেন, ‘দারুণ অনুভূতি। দল আর সমর্থকদের ধন্যবাদ জানাচ্ছি।’

এটা ছিল আবার পারফেক্ট হ্যাটট্রিক। পঞ্চম মিনিটে প্রথম গোলটি করেছেন ডান পায়ে। ১২ মিনিটে দলের ও নিজের দ্বিতীয় গোলটি করেছেন হেডে। আর ৫২ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করা গোলটি বাঁ পায়ে।

৩৯ পেরোনো রোনালদো সবশেষ ৭ ম্যাচে করলেন তিনটি হ্যাটট্রিক। এই বয়সী কারও জন্য এটা রীতিমতো অবিশ্বাস্য। সৌদি প্রো লিগে রোনালদো ২৭ ম্যাচে করলেন ৩২ গোল। আর সব প্রতিযোগিতা মিলিয়ে ৪০ ম্যাচে ৪১ গোল।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত