Beta
সোমবার, ২০ মে, ২০২৪
Beta
সোমবার, ২০ মে, ২০২৪

মেট গালা গালিচা জুড়ে আলিয়া ভাটের শাড়ি

aliabhatt-metgala-080524-01
Picture of সকাল সন্ধ্যা ডেস্ক

সকাল সন্ধ্যা ডেস্ক

প্রতি বছর মে মাসের প্রথম সোমবার ফ্যাশন দুনিয়ার লোকেদের চোখ চকচক করে ওঠে। এবারও নিউ ইয়র্ক সময় ৬ মে মেট্রোপলিটান মিউজিয়াম অব আর্টে ‘স্লিপিং বিউটি: রিঅ্যাওয়েকেনিং ফ্যাশন’ শিরোনামে বসেছিল চোখ ধাঁধানো সেই মেট গালা আসর।

আগে মেট গালার আরেক নাম ছিল ‘কসটিউম ইনস্টিটিউট বেনেফিট’। ভোগ ম্যাগাজিনের প্রধান সম্পাদককে সম্মান জানিয়ে এখন তা হয়েছে অ্যানা উইনট্যুর কসটিউম সেন্টার; কারণ গত প্রায় তিন দশক ধরে তিনি এই আসরের হাল ধরে আছেন।   

প্রতিবারের মতো এবারও আসর শেষ হওয়ার পরে তারকাদের পোশাক নিয়ে চর্চার রেশ রয়েই গেছে।

কল্পবিজ্ঞান লেখক জে জি বেলার্ড ১৯৬২ লিখেছিলেন ‘দ্য গার্ডেন অব টাইম’। এবার মেট গালা আসরের পোশাক থিমও রাখা হয়েছে ‘দ্য গার্ডেন অব টাইম’।  এই থিমে সাজতে গিয়ে মেট গালার লাল গালিচা হয়ে উঠেছিল স্বপ্নের বাগান।   

মেট গালা আসর কেন বসে?

মেট্রোপলিটান মিউজিয়াম অব আর্টের তহবিল জোগাড় করা মেট গালা আয়োজনের একটি বড় উদ্দেশ্য। বছরের পর বছর ধরে এই আসর প্রতিবার আট অংকের অনুদান জমা করে আসছে। গত বছর এই আসরে ২ কোটি ২০ লাখ ডলার জমা হয়েছিল।   

কী হয় মেট গালা আসরে?

২০২১ সালে মহামারীর জন্য সেপ্টেম্বরে এই আসর বসেছিল। নয়তো মে মাসে নিউ ইয়র্ক শহরে মেট্রোপলিটান মিউজিয়াম অব আর্টের আশেপাশের হোটেলে উঠে পড়েন তারকারা। ভোগ বলছে, ওখানে মার্ক হোটেল তারকাদের মিলন মেলা হয়ে উঠেছিল গত বছর।  

জন গ্যালিয়ানোর সিলভার মেইসন মার্জিয়েলা গাউনে গালিচায় হাঁটেন কিম কার্দাশিয়ান

আসরের পর্দা ওঠার আগ পর্যন্ত মেট গালার আমন্ত্রিত অতিথিদের নাম গোপন রাখা হয়। যদি কয়েক বছরের প্রথা বলছে, বিয়ন্সে, গিগি হাদিদ, ম্যাডোনা এবং রিয়ানা এই আসরের নিয়মিত মুখ। ফ্যাশন জগতের বিলাসবহুল ব্র্যান্ডগুলো আসে তাদের তারকা দূত নিয়ে; কেট মস আসে মার্ক জ্যাকব ব্র্যান্ডের সঙ্গে অথবা এমা স্টোনকে দেখা যায় ফরাসি ফ্যাশন ডিজাইনার নিকোলাস ঘেসকুয়ারের সঙ্গে।  

এতো বড় আসরে ৪৫০ জন অতিথি থাকেন; এদের মধ্যে প্রতি বছর আসেন আমন্ত্রিত তারকা, তরুণ শিল্পী এবং শোবিজের মহারথিরা।

বিশাল এই আসরে ভেতরে কী হয় তা কিন্তু গোপনই থেকে যায়। আর এজন্য তারকাদের ফোন নিয়ে ভেতরে যাওয়া একেবারেই নিষেধ। মেট গালার এই  ‘নো-ফোন’ নীতির কারণে সোশ্যাল মিডিয়াতেও আসরের ভেতরের কোনো ছবি-ভিডিও ছড়ায় না।

মেট গালায় আসা প্রথম ভারতীয় ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জি

তবে পরে তারকাদের কারও কারও মুখে শুনে ধারণা করা যায়, ভেতরে জমকালো অনুষ্ঠান হয়। নৈশ ভোজের টেবিল সাজানো থাকে বাহারি ব্যঞ্জনে। এক সঙ্গে বসে খাওয়ার আগে প্রদর্শনী ঘুরে ঘুরে দেখেন অতিথিরা।

আড়াই ঘণ্টার মেট গালা লাইভ ভিডিও রয়েছে ভোগ ম্যাগাজিনের ইউটিউব চ্যানেলে। ভিডিওতে দেখা যায়, মূল সড়ক থেকে ভেতরে ফুলের নকশার সিঁড়িতে তারকারা এসে ছবি তোলার জন্য দাঁড়াচ্ছেন। সিঁড়ির দুই পাশে ভিড় করে আছে আলোকচিত্রীরা। কোনো কোনো তারকা এরমধ্যেই সাক্ষাৎকার দিচ্ছেন। তবে সিঁড়ি পেরিয়ে আসরের ভেতরের কী হচ্ছে সেসবের কোনো ছবি-ভিডিও নেই।

ডোনাল্ড ট্রাম্প কি মেট গালায় আবার আসবেন?

১৯৪৮ সালে ফ্যাশন পাবলিসিস্ট  এলেনর ল্যামবার্ট অনুদান সংগ্রহে প্রথম মেট গালা আয়োজন করেন। তখন আসরের নৈশ ভোজে যোগ দিতে প্রতি জনের টিকিট ছিল ৫০ ডলার। ১৯৭২ সালে ফ্যাশন বিষয়ক কলামনিস্ট ডায়না ভ্রিল্যান্ড আয়োজক প্রতিষ্ঠানের পরামর্শক হন। এরপর থেকে মেট গালা আসরে তারকা আর গ্ল্যামারের উপস্থিতি বাড়তে থাকে।

তবে ১৯৯৯ সালে ফ্যাশন ম্যাগাজিন ভোগের প্রধান সম্পাদক অ্যানা উইনটোর এই আয়োজনের প্রধান মুখ হওয়ার পর থেকে মেট গালার জৌলুস বেড়েছে বলে অনেকেই মনে করেন।   

অ্যানা উইনট্যুর নিজেই অতিথিদের তালিকায় চোখ বুলিয়ে দেখেন। ফ্যাশনরা ডিজাইনার যদি নৈশ ভোজ টেবিলের টিকিট কিনে নিজের পছন্দের অতিথিকে আমন্ত্রণ করতে চান, সেই তালিকাও অনুমোদন করেন অ্যানা উইনটোর।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার আগে ডোনাল্ড ট্রাম্প অনেকবারই মেট গালায় যোগ দিয়েছেন; ২০০৪ থেকে ২০১২ সাল পর্যন্ত তাকে একই রকম স্যুটে দেখা গেছে; সঙ্গে ছিলেন মেলানিয়া।

তবে মেট গালা হর্তাকর্তা অ্যানা উইনটোর ২০১৭ সালে একবার বলেছিলেন, তিনি আর কখনই ডোনাল্ড ট্রাম্পকে এই আসরে আমন্ত্রণ জানাবেন না।

মেট গালায় কী পরলেন আলিয়া ভাট?

মেট গালার গোটা সিঁড়িতে আঁচল বিছিয়ে সবার মন কেড়ে নিয়েছেন আলিয়া ভাট। বলিউড এই তারকা নিজের মেট গালা উপস্থিতি নিয়ে দীর্ঘ লেখা জুড়ে ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রাম হ্যান্ডেলে।

আলিয়া ভাটের লেখা থেকে জানা গেল, এই শাড়ির নকশাকারী হলেন সব্যসাচী মুখার্জি। তিনি মেট গালার গালিচায় হাঁটা প্রথম কোনো ভারতীয় ফ্যাশন ডিজাইনার। আলিয়া ভাটের শাড়িতে সব্যসাচী হাতে করা এমব্রয়ডারি কাজ রেখেছেন। শাড়িতে বসেছে দামি পাথর। মাটি, আকাশ আর সাগরের রঙ মিলেমিশে গেছে শাড়িতে।

মোট ১৬৩ জন কারিগর মিলে ১৯৬৫ ঘণ্টায় এই শাড়ি বুনেছেন আলিয়া ভাটের পরনের সেই মেট গালা শাড়ি।  

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত