Beta
সোমবার, ২০ মে, ২০২৪
Beta
সোমবার, ২০ মে, ২০২৪

ইন্দোনেশিয়ায় চমক দেখিয়েই চলেছে পুলিশ আর্চারি দল

ইন্দোনেশিয়ায় পদক হাতে বাংলাদেশ পুলিশ আর্চারি ক্লাবের খেলোয়াড়রা। ছবি: সংগৃহীত।
ইন্দোনেশিয়ায় পদক হাতে বাংলাদেশ পুলিশ আর্চারি ক্লাবের খেলোয়াড়রা। ছবি: সংগৃহীত।
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত সপ্তম কারতিনি আন্তর্জাতিক আর্চারি চ্যাম্পিয়নশিপে চমক দেখিয়েই চলেছে বাংলাদেশ পুলিশ আর্চারি ক্লাব।

প্রতিযোগিতার শেষ দিনে শনিবার আরও ৪টি সোনা ও ১টি করে রুপা ও ব্রোঞ্জপদক জিতেছে বাংলাদেশ পুলিশ আর্চারি ক্লাব। সব মিলিয়ে প্রতিযোগিতায় বাংলাদেশের অর্জন ৭টি সোনা, ৪টি রুপা ও ৩টি ব্রোঞ্জ।

শেষ দিনে ছেলেদের বিভাগে রিকার্ভের কোয়ালিফিকেশন রাউন্ড ওয়ান ও টু রাউন্ড এবং ব্যক্তিগত ইভেন্টে তামিমুল ইসলাম সোনা জেতেন।

পদক হাতে হাস্যজ্জ্বল পুলিশ ক্লাবের আর্চার তামিমুল ইসলাম। ছবি: সংগৃহীত।

মেয়েদের বিভাগে রিকার্ভের কোয়ালিফিকেশন রাউন্ড টুয়ে সোনা জেতেন জ্যোতি রানী মন্ডল। প্রথম দিন কম্পাউন্ডে ব্যক্তিগত ও র‌্যাঙ্কিং রাউন্ডে ভানরুম বম এবং রিকার্ভের অনূর্ধ্ব-১৫ বিভাগে নাহিদ হাসান সোনা জেতেন।

হাতে পদক মুখে হাসি জ্যোতি রানী মন্ডলের। ছবি: সংগৃহীত।

বাংলাদেশ জাতীয় দল থেকে বাদ পড়া একাধিক আর্চার নিয়ে পুলিশ দলটি গড়া। যে দলের কোচ সাবেক জাতীয় আর্চার এ কে এম মামুন। তিনি নিজেও এক সময় তীর হাতে চমকের পর চমক দেখিয়েছেন।

জাকার্তা থেকে মুঠোফোনে সকাল সন্ধ্যাকে মামুন বলেন, “এই জয় শুধু বাংলাদেশ পুলিশ আর্চারি ক্লাবের নয়, এটা বাংলাদেশের আর্চারির জয়। আমরা এই প্রতিযোগিতার জন্য কঠোর অনুশীলন করেছি। এখানে এসে সেই পরিশ্রমের ফল পেয়েছি।”

জাতীয় দলের ভরাডুবি

ইন্দোনেশিয়ায় যখন আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্য বয়ে আনছে পুলিশ আর্চারি ক্লাব, চীনের সাংহাইয়ে তখন হতাশার চাদরে হাবুডুব খাচ্ছে জাতীয় দল।

এই সাফল্যে উচ্ছ্বসিত পুলিশ দলের কোচ এ কে এম মামুন (ডানে)। ছবি; সংগৃহীত।

ছেলেদের রিকার্ভ এককের দ্বিতীয় রাউন্ডে বিদায় নিয়েছেন সাগর ইসলাম। প্রি কোয়ার্টার ফাইনালে হেরেছেন হাকিম আহমেদ রুবেল। সাগরকে ৬-২ সেট পয়েন্টে হারিয়েছেন ইতালির মাতেও বিলিসারি। যুক্তরাষ্ট্রের জ্যাক উইলিমাস রুবেলকে হারিয়েছেন ৬-৪ সেট পয়েন্টে।   

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত