Beta
বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

 ০ রানে ৭ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড

bbbbbbbbb

অভিষেকেই অনন্য কীর্তি গড়লেন ইন্দোনেশিয়ার নারী অফস্পিনার রোমালিয়া। ১৭ বছরের এই বোলারের টি-টোয়েন্টিতে অভিষেক মঙ্গোলিয়ার বিপক্ষে। বালিতে হওয়া সেই ম্যাচে কোনও রান না দিয়ে ৭ উইকেট নিয়ে নতুন বিশ্বরেকর্ডই গড়েছেন রোমালিয়া।

মেয়েদের টি-টোয়েন্টি ক্রিকেটে সেরা বোলিং এটাই। প্রথম বলে উইকেট পেয়ে শুরু করেন রোমালিয়া। তার বলে আউট হওয়া সাত ব্যাটারই সাজঘরে ফিরেন কোনও রান না করে।

বুধবার বালিতে ইন্দোনেশিয়া-মঙ্গোলিয়া টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ম্যাচে কীর্তিটা গড়েন রোমালিয়া। প্রথমে ব্যাট করে ইন্দোনেশিয়া ৫ উইকেটে ১৫১ রান করেছিল। জবাবে মঙ্গোলিয়া অলআউট হয় ২৪ রানে।

 

এর আগের রেকর্ডটি ছিল নেদারল্যান্ডসের ফ্রেডরিক ওভারজিকের, ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে ফ্রান্সের বিপক্ষে ৩ রানে ৭ উইকেট নিয়েছিলেন তিনি।

মেয়েদের ২০ ওভারের ক্রিকেটে তৃতীয় বোলার হিসেবে ম্যাচে ৭ উইকেট নেওয়ার নজির রোমালিয়ার। এর আগে ওভারজিক ছাড়া এই কৃতিত্ব আছে আর্জেন্টিনার অ্যালিসন স্টোকসের।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত