Beta
বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
ফেডারেশন কাপ

পুলিশে আটক শেখ জামাল

শেখ জামালকে হারিয়ে ফেডারেশন কাপের সেমিফাইনালে বাংলাদেশ পুলিশ। ছবি: বাফুফে।
শেখ জামালকে হারিয়ে ফেডারেশন কাপের সেমিফাইনালে বাংলাদেশ পুলিশ। ছবি: বাফুফে।

প্রথমবারের মতো ফেডারেশন কাপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ পুলিশ। মঙ্গলবার কোয়ার্টার ফাইনালে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ৩-০ গোলে হারিয়েছে সার্ভিসেস দলটি। ১টি করে গোল করেছেন জাবোখির সখিমভ ও আজমত। অন্য গোলটি আত্মঘাতী।

গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শুরুর ২৩ মিনিটে ৩ গোল দিয়ে সবাইকে চমকেই দিয়েছে পুলিশ। এমন সাফল্যের পেছনে বড় অবদান ক্লাবটির রোমানিয়ান কোচ সিওবা আরিস্টিকার।

কাগজে কলমে দুই দলের খুব বেশি পার্থক্য নেই। কিন্তু মাঠের লড়াইয়ে পুলিশ প্রথমার্ধেই কার্যত শেষ করে দিয়েছে ম্যাচটি। আরও স্পষ্ট করে বললে ২৩ মিনিটে ৩-০ হওয়ার পর ম্যাচ সেখানেই কোমায় চলে যায়।

 শেখ জামালের ফুটবলাররা কিছু বুঝে ওঠার আগেই ২ মিনিটে প্রথমে এগিয়ে যায় পুলিশ। মোহাম্মদ মিঠুর ফ্রি কিক থেকে উজবেকিস্তানের মিডফিল্ডার জাবোখির সখিমভ দারুণ হেডে গোল করেন। গোলকিপার লাফিয়ে উঠে হাত দিয়ে বল আটকে দেওয়ার চেষ্টা করলেও পারেননি।

৬ মিনিট পর পুলিশ ব্যবধান বাড়িয়ে নেয়। বাঁ প্রান্ত থেকে ভেনেজুয়েলার ফরোয়ার্ড মরিলো জিমেনেজ একজনকে ডজ দিয়ে ক্রস ভাসান, তা থেকে জামালের ডিফেন্ডার কোলমাতভ ক্লিয়ার করতে গিয়ে বল জালে ঢোকান।  

ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন পুলিশের ভেনেজুয়েলার ফরোয়ার্ড মরিলো জিমেনেজ। ছবি: সংগৃহীত।

২৩ মিনিটে ব্যবধান ৩-০ হয়েছে পুলিশের। শাহেদ মিয়ার ক্রসে আজমত আব্দুল্লায়েভ ব্যাকহিল থেকে নিশানাভেদ করেন।

৬৩ মিনিটে জামাল ব্যবধান বাড়ানোর চেষ্টা করেছিল। শাখজদ সেমানভের ফ্রি কিক রাসেল মাহমুদ লিটন বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন। ৬৮ মিনিটে পুলিশের জিল্লুর রহমানের শট ক্রসবারের ওপর দিয়ে যায়। বাকি সময়ে অবশ্য চেষ্টা করেও গোল

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত