Beta
সোমবার, ২০ মে, ২০২৪
Beta
সোমবার, ২০ মে, ২০২৪

রিয়াল-বায়ার্ন রোমাঞ্চের দ্বিতীয় পর্ব

331
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

আর দুই জয়, তাহলেই নিজেদের ছাড়িয়ে রেকর্ড ১৫তম চ্যাম্পিয়নস লিগ জিতবে রিয়াল মাদ্রিদ। এই দুটি ম্যাচই হতে পারে পাহাড় ডিঙানোর মত। এর প্রথমটিতে আজ (বুধবার) সেমিফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি বায়ার্ন মিউনিখের (ম্যাচ শুরু রাত ১টায়, দেখাবে টেন ২)। সান্তিয়াগো বার্নাব্যুতে জিতলেই টিকিট মিলবে ১ জুন ওয়েম্বলির ফাইনালের। সেখানে অপেক্ষা করছে পিএসজিকে হারানো জার্মান আরেক দল বরুসিয়া ডর্টমুন্ড।

উত্থান-পতনের প্রথম লেগে আলিয়াঞ্জ অ্যারেনায় ড্র হয়েছিল ২-২ গোলে। ফিরতি লেগে বার্নাব্যুতে রিয়াল-বায়ার্ন রোমাঞ্চের দ্বিতীয় পর্ব আজ। সেই ম্যাচটা জিততে মুখিয়ে রিয়াল কোচ আনচেলোত্তি, ‘‘আমি আত্মবিশ্বাসী কারণ এই দল্টা রিয়াল মাদ্রিদ। আমার সেরা একটা দল আছে যারা এই মৌসুমে অসাধারণ খেলেছে।’’

চার ম্যাচ হাতে রেখে কদিন আগে লা লিগার শিরোপা নিশ্চিত করেছে রিয়াল। সেখানে বায়ার্ন টানা এক দশকেরও বেশি সময় পর হারিয়েছি বুন্দেসলিগা। বিদায় নিয়েছে জার্মান কাপ থেকেও। চ্যাম্পিয়নস লিগ না জিতলে ২০১২ সালের পর মৌসুম শেষ হবে ট্রফি না পাওয়ার হতাশায়। কোচ টমাস টুখেল সেটা হতে দিতে চান না, ‘‘এই ম্যাচটা জটিল হতে চলেছে। বার্নাব্যুতে জিততে হলে ভাগ্যের ছোঁয়া দরকার আর ক্লিনিক্যাল হতে হবে। দলের ওপর আস্থা আছে আমার।’’

নিষেধাজ্ঞা কাটিয়ে দানি কারভাহালের ফেরাটা স্বস্তি দিবে আনচেলেত্তিকে। প্রথম লেগে উইং থেকে আক্রমণ শাণিয়ে রিয়ালকে নাস্তানাবুদ করে ছাড়া বায়ার্ন-এর খেলোয়াড়দের কড়া পরীক্ষাই নিবেন কারভাহাল। চোট কাটিয়ে ফিরেছেন গোলরক্ষক থিবো কোর্তোয়াও। তবে আনচেলেত্তি আগেই ঘোষণা দিয়ে বলেছিলেন, ‘‘সেমিফাইনালে লুনিন খেলবে। তবে আমরা ফাইনালে পৌঁছলে কে গোলপোস্টে থাকবে জানি না!’’

মিউনিখের ক্লাবটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে সবশেষ ৮ ম্যাচে হারেনি রিয়াল। বার্নাব্যুতে তাদের সঙ্গে হারেনি সবশেষ ৭ ম্যাচে। তবে পরিসংখ্যান বলছে, এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগের নকআউটে নিজেদের মাঠে জিততে পারেনি রিয়াল!

শেষ ষোলতে লিপজিগের সঙ্গে ড্র করেছে ১-১ গোলে। এরপর  কোয়ার্টার ফাইনালে ৩-৩ গোলে ড্র ম্যানচেস্টার সিটির বিপক্ষে। বায়ার্ন বাধা আজ পার হতে পারবে তো রিয়াল?

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত