Beta
সোমবার, ২০ মে, ২০২৪
Beta
সোমবার, ২০ মে, ২০২৪

শনিবার সাকিবদের বিশ্বকাপ ব্যর্থতার কারণ জানা যাবে?

সাকিব-বাংলাদেশ-৭
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

১২ ফেব্রুয়ারি বোর্ড সভা করেছিল বিসিবি। এক মাসের ব্যবধানে আবারও বোর্ড মিটিংয়ের ডাক দিয়েছে সংস্থাটি। দশম বোর্ড মিটিং ডাকার কারণটা গুরুতর বলে জানা গেছে। শনিবারের (৯ মার্চ) মিটিংয়ে বিশ্বকাপ ব্যর্থতা পর্যালোচনা কমিটির রিপোর্ট নিয়ে আলোচনা হবে। এই বৈঠক শেষেই কি সাকিবদের বিশ্বকাপ ব্যর্থতার কারণ প্রকাশ্যে আনবে বিসিবি?

গত বোর্ড মিটিংয়ে তদন্ত কমিটির বিশ্বকাপ ব্যর্থতা, তামিম ইকবালের অবসর-বিশ্বকাপে না খেলা, সাকিব-তামিম দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসার কারণ নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু ১২ ফেব্রুয়ারি অন্যান্য বিষয় নিয়ে বৈঠক লম্বা হওয়ায় এই ইস্যুগুলোর আলোচনা এগোয়নি।

এর মাঝে তদন্ত কমিটির সদস্যরা বোর্ড প্রধান নাজমুল হাসান পাপনের কাছে রিপোর্ট জমা দিয়েছেন। কিছু বিষয় সংবাদ মাধ্যমেও চলে এসেছে।

বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন স্পর্শকাতর বিষয়ের রিপোর্ট জনসমক্ষে প্রকাশ করার দাবি তুলেছেন। তাই এ বিষয়টি নিয়েই সিদ্ধান্ত নেওয়ার জন্য বোর্ড মিটিং ডাকা হয়েছে বলে খবর।

যদিও বিসিবির মিডিয়া বিভাগ জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্বপ্রস্তুতি, নারী বিশ্বকাপ, বিপিএল, শেখ হাসিনা স্টেডিয়াম তৈরির অগ্রগতি- এসব নিয়ে আলোচনার জন্য বোর্ড মিটিং ডাকা হয়েছে।

আগের বোর্ড মিটিংয়ে অন্য বিষয়গুলো নিয়ে দীর্ঘ আলোচনা হওয়ায় আলোর মুখ দেখেনি বিশ্বকাপ ব্যর্থতার প্রতিবেদনের ফল। বিসিবি থেকে জানানো হয়েছে, এবারের বৈঠকেও বেশ কয়েকটি ইস্যু নিয়ে আলোচনার কথা। সেগুলো নিয়ে যদি আলোচনা দীর্ঘ হয়, তাহলে আগেরবারের মতো ‘বাদ’ পড়তে পারে বিশ্বকাপ ব্যর্থতা কিংবা তামিম-সাকিব দ্বন্দ্ব ইস্যুর আলোচনা।

তাই প্রশ্ন থেকেই যাচ্ছে, বিশ্বকাপ ব্যর্থতা নিয়ে তদন্ত কমিটির প্রতিবেদনের ফল শনিবার জানা যাবে তো?

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত