Beta
রবিবার, ১৯ মে, ২০২৪
Beta
রবিবার, ১৯ মে, ২০২৪

শিবলী রুবাইয়াত আবারও বিএসইসি চেয়ারম্যান

অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। ফাইল ছবি।
অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। ফাইল ছবি।
Picture of প্রতিবেদক, সকাল সন্ধ্যা

প্রতিবেদক, সকাল সন্ধ্যা

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান হিসেবে আবারও নিয়োগ পেয়েছেন অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

রবিবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ শিবলী রুবাইয়াতকে চার বছরের জন্য পুনঃনিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে যুগ্মসচিব জাহিদ হোসেনের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে বিএসইসি আইন, ১৯৯৩ এর ধারা ৫(৬) অনুযায়ী ২০২৪ সালের ১৭ মে থেকে বা যোগ দেওয়ার তারিখ থেকে পরবর্তী চার বছর মেয়াদের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান পদে পুনঃনিয়োগ দেওয়া হলো।

শিবলী রুবাইয়াত-উল-ইসলামের বেতন-ভাতাসহ অন্যান্য সুবিধা সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তি দ্বারা নির্ধারিত হবে।

গত ৩১ মার্চ শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে বিএসইসির চেয়ারম্যান হিসেবে আরও এক মেয়াদে পুনঃনিয়োগ দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কাছে সারসংক্ষেপ পাঠানো হয়।

এরপর ৪ এপ্রিল প্রধানমন্ত্রী তাতে সই করেন বলে জানা যায়।

২০২০ সালে শিবলী রুবাইয়াতকে বিএসইসির চেয়ারম্যান হিসেবে প্রথম নিয়োগ দেয় সরকার।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক এবং ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ছিলেন শিবলী রুবাইয়াত।

এছাড়া সাধারণ বিমা করপোরেশনের চেয়ারম্যান হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন করেন তিনি।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত