Beta
সোমবার, ২০ মে, ২০২৪
Beta
সোমবার, ২০ মে, ২০২৪

ঝড়ে গাছ পড়ে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বিঘ্নিত

কালবৈশাখী ঝড়ে লাউয়াছড়া জাতীয় উদ্যানে আখাউড়া-সিলেট রেলপথের একাধিক স্থানে গাছ ভেঙে পড়ে। ছবি : সকাল সন্ধ্যা
কালবৈশাখী ঝড়ে লাউয়াছড়া জাতীয় উদ্যানে আখাউড়া-সিলেট রেলপথের একাধিক স্থানে গাছ ভেঙে পড়ে। ছবি : সকাল সন্ধ্যা
Picture of আঞ্চলিক প্রতিবেদক, সিলেট

আঞ্চলিক প্রতিবেদক, সিলেট

ঝড়ে মৌলভীবাজারে কমলগঞ্জের লাউয়াছড়ায় রেললাইনের উপর গাছ পড়ে সারাদেশের সঙ্গে প্রায় আড়াই ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ ছিল সিলেটের।

রবিবার বিকাল ৩টার দিকে এ কালবৈশাখী আঘাত হনে। এরপর ৫টার দিকে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। রাত পৌনে ৮ টার দিকে যোগাযোগ স্বাভাবিক হয় বলে রেল কর্মকর্তারা জানিয়েছেন।

মৌলভীবাজারের ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ সকাল সন্ধ্যাকে জানান, বিকাল ৩টার দিকে কালবৈশাখী ঝড়ে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে যাওয়া আখাউড়া-সিলেট রেলপথের একাধিক স্থানে গাছ ভেঙে পড়ে। এ কারণে শ্রীমঙ্গল স্টেশনে সিলেটগামী জয়ন্তিকা ও ভানুগাছ স্টেশনে ঢাকাগামী পারাবত আটকা পড়ে।

সিলেট রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সজিব মালাকার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সকাল সন্ধ্যাকে জানান, সিলেট থেকে সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। সর্বশেষ ৩টা ৩০ মিনিটে ঢাকাগামী পারাবত সিলেট স্টেশন থেকে ছেড়ে যায়। সেটি ভানুগাছ রেলওয়ে স্টেশনে ৫টা ৩৭ মিনিটে আটকা পড়ে।

রাত পৌনে ৮ টার দিকে সিলেটের সঙ্গে রেল চলাচল স্বাভাবিক হয়েছে বলে রাত সোয়া ৮ টার দিকে জানিয়েছেন শ্রীমঙ্গল রেল স্টেশনের স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত