Beta
সোমবার, ২০ মে, ২০২৪
Beta
সোমবার, ২০ মে, ২০২৪

বিশ্বকাপে হামলার হুমকি, সতর্ক আয়োজকরা

331
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপ কড়া নাড়ছে দরজায়। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এরই মাঝে জঙ্গি হামলার হুমকি পেয়েছেন আয়োজকরা। তাতে বাড়ানো হচ্ছে নিরাপত্তার কড়াকড়ি।

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (দায়েশ) সামাজিক যোগাযোগমাধ্যমে এই হুমকি দিয়েছে বলে জানায় ক্যারিকম ইমপাকস। এই খবর গত শুক্রবার প্রথমে প্রচার করে বার্বাডোজের সিবিসি (ক্যারিবিয়ান ব্রডকাস্টিং করপোরেশন)। তাতে বলা হয়, প্রো-ইসলামিক স্টেটের (দায়েশ) মিডিয়া গ্রুপ ‘নাশির পাকিস্তান’ টেলিগ্রাম ও রকেটচ্যাট চ্যানেলের মাধ্যমে ওয়েস্ট ইন্ডিজে হামলার হুমকি দিয়ে পোস্টার প্রকাশ করেছে।

ক্যারিবীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে বিশ্বকাপের খেলা হবে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, অ্যান্টিগা অ্যান্ড বারবুডা, বার্বাডোজ, গায়ানা, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনাডা ও সেন্ট লুসিয়ায়।

হামলার হুমকি নিয়ে ক্রিকবাজকে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সিইও জনি গ্রেভস জানিয়েছেন ,‘‘ সবাইকে নিশ্চিত করতে চাই যে টি-টোয়েন্টি বিশ্বকাপে সবার সুরক্ষা আর নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান অগ্রাধিকার। এ নিয়ে অনেক বড় আর শক্তিশালী নিরাপত্তা পরিকল্পনা আছে আমাদের।’’

ক্রিকবাজের পক্ষ থেকে আইসিসির সঙ্গে যোগাযোগ করা হয়। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি জানায় সিডব্লুর বক্তব্যই তাদের বক্তব্য।

 ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর প্রধানমন্ত্রী কিথ রাউলি ত্রিনিদাদের ডেইলি এক্সপ্রেসকে জানিয়েছেন ,‘‘ আমরা স্থানীয় ও আঞ্চলিক পর্যায়ে সতর্ক আছি। আমাদের নিরাপত্তা সংস্থাগুলো একক ও যৌথভাবে ত্রিনিদাদের ও বিশ্বকাপের ভেন্যুতে যাওয়া মানুষের নিরাপত্তা সুরক্ষায় কাজ করে যাচ্ছে।’’

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত