Beta
বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

সিলেটের সঙ্গে চট্টগ্রামেও বৃষ্টির আভাস

কালবৈখাশী ঝড়
দেশের বিভিন্ন অঞ্চলে হতে পারে কালবৈশাখী ঝড়। ফাইল ছবি

দেশজুড়ে তাপপ্রবাহের মধ্যে বৃষ্টি খানিকটা স্বস্তির পরশ বুলিয়েছে সিলেটে। এই বিভাগের পাশাপাশি চট্টগ্রামে বিভাগেও বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে অন্য স্থানগুলোতে গরম কাটার ইঙ্গিত নেই।

আবহাওয়া অধিদপ্তরের শনিবার সকালের বুলেটিনে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় শুধু সিলেটে ৮৪ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আর সামান্য বৃষ্টি হয়েছে কিশোরগঞ্জের নিকলিতে।

পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার সন্ধ্যা নাগাদ সিলেট ও চট্টগ্রাম বিভাগের দুই-একটি স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে।

রবিবারও সিলেট, চট্টগ্রামে বিক্ষিপ্ত বৃিষ্টর আভাস রয়েছে। সোমবার শুধু সিলেট বিভাগে বৃষ্টির সম্ভাবনার কথা বলছে আবহাওয়া বিভাগ।

এরপর দেশের উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে, বলা হয়েছে বুলেটিনে।

তবে এই কয়েকদিনে সিলেট ও চট্টগ্রাম বাদে অন্য বিভাগগুলোর বাসিন্দাদের জন্য কোনও সুখবর নেই আবহাওয়া অধিদপ্তরের কাছে।

বুলেটিনে বলা হয়েছে, রাজশাহী, চুয়াডাঙ্গা ও পাবনার ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। টাঙ্গাইল, বগুড়া, বাগেরহাট, যশোর, কুষ্টিয়ার ওপর দিয়ে বইছে তীব্র তাপপ্রবাহ। বাকি অঞ্চলগুলোর ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বইছে এখন।

আগামী দৃুই দিনে একই অবস্থা চলবে- এটা জানানোর পাশাপাশি আবহাওয়া বিভাগ বলেছে, জলীয় বাষ্পের আধিক্যের জন্য গরমের অস্বস্তি বাড়বে।

শনিবার সকাল ৬টায় ঢাকার বায়ুতে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ, যা ২৪ ঘণ্টা আগে ছিল বেশ কমে, ৬৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়, ৪২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এই সময়ে ঢাকায় থার্মোমিটারে পারদ সর্বোচ্চ উঠেছিল ৩৮ দশমিক ২ ডিগ্রিতে।

ঢাকায় তাপমাত্রা গত ২৪ ঘণ্টায় ২৮ দশমিক ৪ ডিগ্রির নিচে নামেনি। আর দেশের মধ্যে থার্মোমিটারে পারদ সবচেয়ে নেমেছিল শ্রীমঙ্গলে, ২১ দশমিক ৫ ডিগ্রিতে।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত