Beta
সোমবার, ২০ মে, ২০২৪
Beta
সোমবার, ২০ মে, ২০২৪

শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন, বাংলাদেশের গ্রুপে স্কটল্যান্ড

দদদদদদদদদদদদ
Picture of সকাল সন্ধ্যা ডেস্ক

সকাল সন্ধ্যা ডেস্ক

শ্রীলঙ্কা-স্কটল্যান্ড মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত করেছিল আগেই। বাছাইপর্ব থেকে ফাইনালে উঠেছিল দুই দল। কাল (মঙ্গলবার) সেই ফাইনালে স্কটল্যান্ডের মেয়েদের ৬৮ হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা।

বাছাইপর্ব চ্যাম্পিয়ন হওয়ায় শ্রীলঙ্কা টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে গ্রুপ ‘এ’তে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে। স্কটল্যান্ড গ্রুপ ‘বি’তে খেলবে স্বাগতিক বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। ৩ অক্টোবর উদ্বোধনী দিনেই মিরপুরে মুখোমুখি হবে বাংলাদেশ-স্কটল্যান্ড।

আবুধাবির ফাইনালে শুরুতে ব্যাট করে ৫ উইকেটে ১৬৯ রানের বড় পুঁজি পায় শ্রীলঙ্কা। অধিনায়ক চামিরা আতাপাত্তু জ্বলে উঠেন আসল মঞ্চে। তিনি খেলেন ৬৩ বলে ১৩ বাউন্ডারি ৪ ছক্কায় ১০২ রানের ইনিংস।

জবাবে স্কটল্যান্ড ৭ উইকেটে ১০১ রানই করতে পেরেছিল। প্রিয়ানাজ খেলেন ৩০ রানের ইনিংস। উদেসিকা নিয়েছিলেন ৩ উইকেট। ফাইনাল হারলেও টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতেছেন স্কটল্যান্ডের অধিনায়ক ক্যাথরিন ব্রাইস।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত