Beta
সোমবার, ২০ মে, ২০২৪
Beta
সোমবার, ২০ মে, ২০২৪

টি-টোয়েন্টি না খেলা ভেল্লালাগেকে নিয়ে বিশ্বকাপে শ্রীলঙ্কা

টি-টোয়েন্টি অভিষেক না হলেও বিশ্বকাপ দলে আছেন ভেল্লালাগে।
টি-টোয়েন্টি অভিষেক না হলেও বিশ্বকাপ দলে আছেন ভেল্লালাগে।
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

চোটের জন্য আইপিএল খেলা হয়নি ওয়ানিন্দু হাসারাঙ্গার। একই কারণে আইপিএলের মাঝপথে দেশে ফিরেছেন মাথিশা পাথিরানা। এই দুজনকে নিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল শ্রীলঙ্কা।
অধিনায়ক যথারীতি হাসারাঙ্গা। ১৫ সদস্যের দলের সহ–অধিনায়ক চারিত আশালাঙ্কা। এ ছাড়া দলে আছেন অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুজ, কুশল মেন্ডিস, দাসুন শানাকারা।
দলে চমক দুনিত ভেল্লালাগে। এখনও টি-টোয়েন্টিতে অভিষেক হয়নি এই বামহাতি বোলারের। একমাত্র টেস্টে ছিলেন উইকেটহীন। ২১ ওয়ানডেতে নিয়েছেন ২৩ উইকেট।

অধিনায়ক হাসারাঙ্গা চোট কাটিয়ে ফিরেছেন শ্রীলঙ্কায় চলমান অনুশীলন ম্যাচ দিয়ে। এসএলসি ইয়োলো দলের হয়ে দুটি টি–টোয়েন্টি ম্যাচে রান করেছেন ৯ ও ২৮ তবে বোলিং করেননি। বিশ্বকাপের এই দলে সুযোগ হয়নি অভিষকা ফার্নান্দো ও বিনুরা ফার্নান্দোর।

শ্রীলঙ্কার বিশ্বকাপ দল : ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), চারিত আসালাঙ্কা, কুশল মেন্ডিস, পাথুম নিশাঙ্কা, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, অ্যাঞ্জেলো ম্যাথুজ, দাসুন শানাকা, ধনাঞ্জয়া ডি সিলভা, মহীশ থিকসানা, দুনিত ভেল্লালাগে, দুষ্মন্ত চামিরা, নুয়ান তুষারা, মাথিশা পাথিরানা ও দিলশান মাদুশঙ্কা।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত