Beta
সোমবার, ২০ মে, ২০২৪
Beta
সোমবার, ২০ মে, ২০২৪

পাহাড় ধসে বাঘাইছড়ির সঙ্গে যোগাযোগ বন্ধ

ধসে পড়া মাটিতে বন্ধ হয়ে গেছে সড়ক। ছবি : সকাল সন্ধ্যা
ধসে পড়া মাটিতে বন্ধ হয়ে গেছে সড়ক। ছবি : সকাল সন্ধ্যা
Picture of আঞ্চলিক প্রতিবেদক, রাঙামাটি

আঞ্চলিক প্রতিবেদক, রাঙামাটি

ভারি বৃষ্টিতে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় ধসে পড়ে পড়েছে পাহাড়। এতে হতাহতের ঘটনা না ঘটলেও মাটি পড়ে বন্ধ হয়ে গেছে বাঘাইছড়ির সঙ্গে যোাগাযোগের পথ।

বৃহস্পতিবার রাতে ভারি বৃষ্টিতে উপজেলার দুইটিলা এলাকায় পাহাড় ধসে বন্ধ হয়ে যায় মারিশ্যা-বাঘাইহাট সড়ক। এতে শুক্রবার সকাল থেকে কোনও যানবাহন বাঘাইছড়ি থেকে ছেড়ে আসতে বা বাঘাইছড়ি যেতে পারেনি।

বিষয়টি নিশ্চিত করে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীণ আক্তার জানান, ভারি বৃষ্টিতে পাহাড় ধসে এই সড়কে যানচলাচল বন্ধ আছে। মাটি সরানোর কাজ চলছে।

খাগড়াছড়ির সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী তৌহিদুল বারী জানান, ভারি বৃষ্টিতে দীঘিনালা সড়কের জামতলী বেইলি ব্রিজটি একটু নড়বড়ে হয়েছে। সেটি মেরামতের কাজ চলছে। সেটি ঠিক হলে পাহাড় ধসে সড়কে পড়া মাটি সরানোর জন্য গাড়ি খাগড়াছড়ি থেকে ঘটনাস্থলে যেতে পারবে। এতে একটু সময় লাগতে পারে।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত