Beta
সোমবার, ২০ মে, ২০২৪
Beta
সোমবার, ২০ মে, ২০২৪

২ জেলে গুলিবিদ্ধ : বিজিপিকে প্রতিবাদলিপি পাঠাল বিজিবি

teknaf-naf-river-190224-02
Picture of আঞ্চলিক প্রতিবেদক, কক্সবাজার

আঞ্চলিক প্রতিবেদক, কক্সবাজার

নাফ নদীতে মিয়ানমারের জাহাজ থেকে বাংলাদেশি জেলের ওপর গুলি ছোড়ার ঘটনায় দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিপিকে প্রতিবাদলিপি পাঠিয়েছে বিজিবি।

সোমবার দুপুরে এ প্রতিবাদপত্র পাঠানো হয় বলে জানান টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ।

তিনি জানান, রবিবার সকালে বাংলাদেশি জেলেরা বঙ্গোপসাগরে মাছ ধরা শেষে টেকনাফের শাহপরীর দ্বীপের দিকে যাচ্ছিল। ট্রলারটি শাহপরীর দ্বীপ বিওপির আওতাভুক্ত বিআরএম-৩ থেকে প্রায় ৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বঙ্গোপসাগরের মোহনায় পৌঁছলে মিয়ানমারের একটি জাহাজ থেকে গুলি ছোড়া হয়। এতে দুই বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হন।

আহত জেলেদের চিবিৎসা দেওয়া হচ্ছে জানিয়ে মহিউদ্দিন আহমেদ বলেন, বিষয়টি জানিয়ে বিজিপির ১ নম্বর ব্যাটালিয়নের অধিনায়ক বরাবর প্রতিবাদলিপি পাঠানো হয়েছে।

আহত জেলেরা হলেন, টেকনাফের শাহপরীরদ্বীপের উত্তর পাড়ার আলী আহমদের ছেলে মোহাম্মদ ইসমাইল (২০) ও দক্ষিণ পাড়ার সিদ্দিক আহমদের ছেলে মোহাম্মদ ফারুক (২৫)।

ঘটনা সম্পর্কে আহত মোহাম্মদ ইসমাইল জানান, ট্রলারে তারা নয় জন বাংলাদেশি মাঝি-মাল্লা ছিলেন। মাছ ধরে ফেরার পথে সাগরের মিয়ানমারের অংশে অবস্থান নেওয়া দেশটির নৌবাহিনীর একটি জাহাজ তাদের সংকেত দেয়। সংকেত দিয়ে জাহাজটির কাছে যেতে বলে।

কিন্তু জাহাজটি মিয়ানমারের জলসীমায় থাকায় সেদিকে না গিয়ে তারা শাহপরীর দ্বীপের দিকেই এগোতে থাকেন। সেসময় মিয়ানমারের জাহাজটি থেকে তাদের ট্রলার লক্ষ্য করে তাদের দিকে যেতে বলেন। ওটা মিয়ানমারের জলসীমা হওয়ায় তারা শাহপরীরদ্বীপের দিকেই চলতে থাকেন। তখনই জাহাজটি থেকে গুলি ছোড়া হয়। এতে তিনিসহ দুজন আহত হন।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত