Beta
সোমবার, ২০ মে, ২০২৪
Beta
সোমবার, ২০ মে, ২০২৪

ব্রুনোর গোলে স্বস্তির জয় আবাহনীর

ব্রুনোর গোলে শেষ পর্যন্ত স্বস্তির জয় পেয়েছে আবাহনী। ছবি: সংগৃহীত।
ব্রুনোর গোলে শেষ পর্যন্ত স্বস্তির জয় পেয়েছে আবাহনী। ছবি: সংগৃহীত।
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

প্রিমিয়ার ফুটবল লিগে কষ্টের জয় পেয়েছে আবাহনী। শুক্রবার বসুন্ধরা কিংস অ্যারেনায় আবাহনী মুখোমুখি হয়েছিল শেখ রাসেল ক্রীড়া চক্রের।  

প্রচণ্ড গরমে দুই দলের কেউই স্বাভাবিক ফুটবল উপহার দিতে পারেনি। তবে আবাহনী ১-০ গোলে জয় পেয়েছে শেষ পর্যন্ত। একমাত্র গোলটি করেছেন ব্রাজিলিয়ান ব্রুনো রোচা।

দিনের অন্য ম্যাচে ফর্টিস এফসি ২-১ গোলে হারিয়েছে রহমতগঞ্জকে।

প্রথম লেগে শেখ রাসেলকে ৩-১ গোলে হারিয়েছিল আবাহনী।

শুক্রবার প্রথমার্ধে আবাহনী বলার মতো একবারই সুযোগ পেয়েছিল। ১৭ মিনিটে মিতুল মারমাকে প্রথম পরীক্ষা নিতে পারে আবাহনী। কিন্তু বক্সের বাইরে থেকে ব্রুনোর বাঁকানো ফ্রি কিক অনেকটা লাফিয়ে ফিরিয়ে সেই পরীক্ষায় উতরে যান শেখ রাসেল গোলরক্ষক।

গোলের পর আবাহনীর ফুটবলারদের উল্লাস। ছবি: সংগৃহীত।

দ্বিতীয়ার্ধের শুরুতে রক্ষণের প্রতিরোধ ভেঙে বক্সে বল পেয়েছিলেন শেখ রাসেলের সেকু সিল্লাহ, কিন্তু তার শট ছুটে এসে গোলরক্ষক শহীদুল আলম সোহেল আটকে দেন। এরপর সুমন রেজার ফিরতি শট যায় ক্রসবারের অনেক ওপর দিয়ে।

পরে দুই দলের খেলায় তেমন গতি ফেরেনি। তবে ৭৪ মিনিটে গোছালো আক্রমণ থেকে এগিয়ে যায় আবাহনী। বদলি মিডফিল্ডার রবিউল হাসানের ক্রসে ব্রুনোর হেড ক্রসবারে লেগে প্রতিহত হলেও ফিরতি শটে গোলপোস্টের সামনে থেকেই জালে জড়ান এই ব্রাজিলিয়ান।

শেষ সময়ে ডান দিক দিয়ে আক্রমণে ওঠা নাইমুদ্দিনের কোনাকুনি শট আটকে ব্যবধান দ্বিগুণ হতে দেননি মিতুল। কিন্তু পরে আর সমতায় ফেরা গোলের নাগাল পায়নি শেখ রাসেল।

দিনের অন্য ম্যাচে মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে ২-১ গোলে হারিয়েছে ফর্টিস এফসি।

শেখ রাসেলের আক্রমণ সামলানোর চেষ্টা আবাহনীর। ছবি : বাফুফে।

প্রথমার্ধের ২৬ মিনিটে রাশেদুল ইসলাম ফর্টিসকে এগিয়ে নেন। ৩৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পা ওমার বাবু। পরে পেনাল্টি থেকে ৫০ মিনিটে ব্যবধান কমান ঘানার ফরোয়ার্ড স্যামুয়েল কোনি।

১৩ ম্যাচে ৭ জয় ও ৪ ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে আবাহনী। ১২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে তারা। ২৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে মোহামেডান; তারাও আবাহনীর চেয়ে ম্যাচ খেলেছে ১টি কম।

শেখ রাসেল ১১ পয়েন্ট নিয়ে আটে আছে। তবে ফর্টিস চতুর্থ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে। রহমতগঞ্জ রয়েছে ১০ পয়েন্ট নিয়ে দশে।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত