Beta
রবিবার, ১৯ মে, ২০২৪
Beta
রবিবার, ১৯ মে, ২০২৪

ইসরায়েলে বন্ধ আল জাজিরা, কার্যালয়ে পুলিশের অভিযান

Aljazeera
Picture of সকাল সন্ধ্যা ডেস্ক

সকাল সন্ধ্যা ডেস্ক

ইসরায়েলে বন্ধ করে দেওয়া হয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সম্প্রচার। পাশাপাশি পূর্ব জেরুজালেমে সংবাদ মাধ্যমটির কার্যালয়ে অভিযান চালিয়েছে ইসরায়েলি পুলিশ।

পূর্ব জেরুজালেমের অ্যাম্বাসেডর হোটেলের একটি কক্ষকে নিজেদের কার্যালয় হিসেবে ব্যবহার করছিল আল জাজিরা।

রবিবার ইসরায়েলের মন্ত্রিসভায় গাজা যুদ্ধ চলা অবস্থায় আল-জাজিরার কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্তের পরপরই সেখানে অভিযান চালানো হয় বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

ইসরায়েলি সরকার আল জাজিরা টেলিভিশন নেটওয়ার্ককে হামাসের মুখপাত্র এবং ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে আখ্যায়িত করে এই সিদ্ধান্ত নিয়েছে। এই প্রথম ইসরায়েলে কোনও বিদেশি সংবাদ মাধ্যম বন্ধ করা হলো।

তবে আল জাজিরা কর্তৃপক্ষ ইসরায়েলের আনা অভিযোগকে ‘বিপজ্জনক ও হাস্যকর মিথ্যাচার’ বলে নাকচ করে দিয়েছে। তারা এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণাও দিয়েছে।

আল-জাজিরার কার্যালয়ে তল্লাশির একটি ভিডিও ফুটেজ অনলাইনে ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, সাদা পোশাকের ইসরায়েলি কর্মকর্তারা ক্যামেরাসহ অন্যান্য সরঞ্জাম ভেঙে ফেলছেন ও জব্দ করে নিয়ে যাচ্ছেন।

ইসরায়েলের যোগাযোগ মন্ত্রী শ্লোমো কারহিও বলেছেন, অভিযানে আল জাজিরার সরঞ্জাম জব্দ করা হয়েছে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই অভিযানের একটি ভিডিও পোস্ট করেছেন।

বিবিসির একটি দল ঘটনাস্থলে গেলে পুলিশ তাদের ছবি তুলতে এবং অ্যাম্বাসেডর হোটেলের ভেতরে যেতে বাধা দেয়।

রয়টার্সের এক প্রতিদবেদনে বলা হয়েছে, ইসরায়েলি স্যাটেলাইট সার্ভিস ইয়েস একটি বার্তা প্রদর্শন করেছে যাতে লেখা ছিল, “সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ইসরায়েলে আল জাজিরা স্টেশনের সম্প্রচার বন্ধ করা হয়েছে।”

ইসরায়েলের এই পদক্ষেপের বিরুদ্ধে নিন্দা জানিয়েছে দেশটির একটি মানবাধিকার ও একটি সাংবাদিক সংগঠন।

অ্যাসোসিয়েশন ফর সিভিল রাইটস ইন ইসরায়েল (এসিআরআই) বলছে, সরকারের এই সিদ্ধান্ত প্রত্যাহারে একটি অন্তর্বর্তী আদেশ জারি করার জন্য দেশটির সুপ্রিম কোর্টে তারা আবেদন করেছে।

গোষ্ঠীটি বলছে, আল জাজিরা হামাসের পক্ষে প্রচারের হাতিয়ার ছিল- এমন দাবি ভিত্তিহীন। চ্যানেলটি বন্ধের পদক্ষেপ রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। সমালোচনামূলক কণ্ঠস্বর এবং আরব মিডিয়াকে দমন করার জন্যই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইসরায়েলের ফরেইন প্রেস অ্যাসোসিয়েশনও (এফপিএ) দেশটির সরকারকে তাদের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছে।

এ ছাড়া আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) এবং জাতিসংঘও এই সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানিয়েছে।

আল জাজিরা এক বিবৃতিতে বলেছে, এই পদক্ষেপ মুক্ত সংবাদমাধ্যমের ওপর ইসরায়েলের চলমান দমন-পীড়নের অংশ।

বিবৃতিতে আরও বলা হয়, সাংবাদিকদেরকে ইসরায়েলের সরাসরি টার্গেট, হত্যা, গ্রেপ্তার, ভয়ভীতি ও হুমকি কোনও কিছুই আল জাজিরাকে গাজা যুদ্ধের খবর প্রচার থেকে বিরত রাখতে পারবে না।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত