Beta
রবিবার, ১৯ মে, ২০২৪
Beta
রবিবার, ১৯ মে, ২০২৪

বাবর-শাহিনের রেকর্ডে পাকিস্তানের স্বস্তি

ম্যাচ ও সিরিজ সেরা হয়েছেন শাহিন শাহ আফ্রিদি। ছবি : এক্স
ম্যাচ ও সিরিজ সেরা হয়েছেন শাহিন শাহ আফ্রিদি। ছবি : এক্স
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

শাহিন শাহ আফ্রিদি নেতৃত্ব হারিয়েছিলেন এক সিরিজ পরই। বাবর আজমকে অধিনায়ক করার সিদ্ধান্ত মানতে পারেননি তিনি। তবে বাবর সবসময় বলে এসেছেন শাহিনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কথা। দেশের হয়ে একসঙ্গে ‘যুদ্ধ’ করতে রাজি দুজন।

 তাদের যুগলবন্দীতেই নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের সিরিজ ২-২ সমতায় শেষ করল পাকিস্তান। আজ (শনিবার) লাহোরে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে পাকিস্তান জিতেছে ৯ রানে। পাকিস্তানের ৫ উইকেটে ১৭৮ রানের চ্যালেঞ্জ তাড়া করতে নেমে নিউজিল্যান্ড গুটিয়ে যায় ১৬৯-এ। বাবর করেছেন ফিফটি, শাহিন নেন ৪ উইকেট। তাতে রেকর্ড গড়েছেন দুজনই।

 দ্বিতীয় সারির নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ হারলে বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেত পাকিস্তান। শুরু হত সমালোচনা। সেই পরিস্থিতি থেকে বাঁচালেন বাবর আর শাহিনই।

বাবর আজমের ৪৪ বলে ৬৯-এ লড়াই করার পুঁজি পেয়েছিল পাকিস্তান। বাউন্ডারি ৬ ছক্কা ছিল ২টি। তাতে টি-টোয়েন্টিতে ১০৮ ইনিংসে সবচেয়ে বেশি ৪০৯ বাউন্ডারির রেকর্ড এখন বাবরের। ১৩৬ ইনিংসে ৪০৭ বাউন্ডারি নিয়ে এতদিন এক নম্বরে ছিলেন পল স্টার্লিং।

এছাড়া ফখর জামান ৩৩ বলে ৪৩ আর উসমান খান করেন ২৪ বলে ৩১। জবাবে ২ উইকেটে ৯৭ করে জয়ের পথে ছিল নিউজিল্যান্ড।

 

শাহিন শাহ আফ্রিদি আগুন ঝরানো বোলিংয়ে ৪ উইকেট নিয়ে অসাধারণ জয় এনে দেন পাকিস্তানকে। ম্যাচ ও সিরিজ সেরা হয়েছেন শাহিনই। প্রথম বোলার হিসেবে এই ফরম্যাটের প্রথম ওভারে ৫০ উইকেট নেওয়ার রেকর্ড গড়োছন শাহিন। ভারতের ভুবনেশ্বর কুমারে আছে প্রথম ওভারে ৪৩ উইকেট।

 উসামা মির নেন ২ উইকেট। মোহাম্মদ আমির ৪১ রান দিলেও পাননি উইকেটের দেখা।

সিরিজের প্রথম ম্যাচ ২ বল পরই ভেসে গিয়েছিল বৃষ্টিতে। দ্বিতীয় ম্যাচ জিতেছিল পাকিস্তান। নিউজিল্যান্ড ঘুরে দাঁড়ায় তৃতীয় ও চতুর্থ ম্যাচ জিতে। তবে শেষ পর্যন্ত সিরিজটা শেষ হল ২-২ সমতায়।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত