Beta
বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

হাসপাতালে তেভেজ, রিপোর্ট সন্তোষজনক

ttttttttt

উচ্চ রক্তচাপের রোগী কার্লোস তেভেজ। আর্জেন্টিনার সাবেক এই অধিনায়ক নিয়মিত চেকআপের জন্য হাসপাতালে যেতেন এমনিতেই। তবে কাল (মঙ্গলবার) রীতিমতো ভয় পাইয়ে দিয়েছিলেন ইন্দিপেন্দিয়েন্তের এই কোচ।

বুকের ব্যথা হঠাৎ বেড়ে যাওয়ায় ছুটে যান হাসপাতালে। ভর্তি হন সান ইসিদ্রোর লা ত্রিনিদাদ হাসপাতালে। তার ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে প্রাথমিক পরীক্ষার ফল সন্তোষজনক। তবে আরও কিছু পরীক্ষা বাকি আছে। এর ফল সন্তোষজনক হলে আজ (বুধবার) হাসপাতাল থেকে বাড়িতে ফিরবেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’–এ তেভেজের ক্লাব ইন্দিপেন্দিয়েন্তের বিবৃতি, ‘‘আমাদের কোচ কার্লোস তেভেজ লা ত্রিনিদাদ হাসপাতালে গিয়েছিলেন বুকে ব্যথা নিয়ে । তার প্রাথমিক পরীক্ষার ফল সন্তোষজনক। সাধারণ চেকআপের অংশ হিসেবে আরও পরীক্ষা করা হবে। এগুলো সম্পন্ন না হওয়া পর্যন্ত হাসপাতালে ভর্তি থাকবেন তেভেজ।’’

২০২৬ সাল পর্যন্ত ইন্দিপেন্দিয়েন্তের সঙ্গে চুক্তি আছে তেভেজের।

ইংলিশ প্রিমিয়ার লিগের ঐতিহ্যবাহী এই ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির হয়ে খেলা ১৪ ফুটবলারের একজন তেভেজ। আর্জেন্টিনার হয়ে ২০০৪ থেকে ২০১৫ পর্যন্ত ৭৬টি ম্যাচ খেলে করেছেন ১৩ গোল।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত