Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

শেষ বেলায় ক্লপ-সালাহর ‘আগুন’

dddd
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

 মৌসুম শেষে লিভারপুল ছাড়ার ঘোষণা দিয়েছেন ইয়ুর্গেন ক্লপ। মো সালাহ এখনও সেই ঘোষণা দেননি। তবে তার সৌদির কোনও ক্লাবে যাওয়ার গুঞ্জনে আছে আগে থেকে। বিদায়ের আগে নিশ্চয়ই রাঙিয়ে যেতে চান তারা। কিন্তু হয়েছে উল্টো।

মৌসুমটা হয়ত কোনও শিরোপা না জিতে শেষ করতে হবে লিভারপুলকে। সেই হতাশায় কিনা মাঠেই ক্লপের সঙ্গে তর্ক করে বসলেন সালাহ!

আজ (শনিবার) ওয়েস্ট হামের সঙ্গে অ্যানফিল্ডে ২-২ গোলে ড্র করেছে লিভারপুল। তাতে প্রিমিয়ার লিগের শিরোপা দৌড় থেকে একপ্রকার ছিটকে গেছে তারা। ৩৫ ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৭৫। ৩৪ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে আর্সেনাল এখন শীর্ষে। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৩৩ ম্যাচে ৭৬।

এই ড্র ছাপিয়ে আলোচনায় ক্লপ-সালাহর দ্বন্দ্ব। সালাহকে বেঞ্চে বসিয়ে শুরু করেছিলেন ক্লপ। ৭৯ মিনিটে লুইস দিয়াজের বদলি হিসেবে সালাহকে মাঠে নামান ক্লপ। মাঠে নামার আগে ডাগআউটে দুজনকে উত্তপ্ত বাক্যবিনিময় করতে দেখা গেছে।

এ সময় নুনিয়েজ ধাক্কা দিয়ে সালাহকে মাঠে নিয়ে যান। তর্ক থামে সেখানেই। ম্যাচ শেষে এ নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে এড়িয়ে যান ক্লপ, ‘‘আমরা এ নিয়ে ড্রেসিংরুমে কথা বলেছি এবং আমার কাছে এটা এখানেই শেষ।’’

 তবে সালাহ বলেন, ‘‘আমি কথা বললে আগুন লেগে যাবে।’’ এক সাংবাদিক আবারও নিশ্চিত হতে প্রশ্ন করেন ‘‘আপনি কি আগুনের কথা বলছেন।’’ সালাহ নিশ্চিত করেন, ‘‘হ্যাঁ, আগুনই বলেছি।’’

সাত বছরে লিভারপুলের হয়ে ৩৪৬ ম্যাচে ২১০ গোল করেছেন সালাহ। এই মৌসুমে ৪১ ম্যাচে করেছেন ২৪ গোল। তার সঙ্গে কোচের দ্বন্দ্বে হতবাক সাবেকরাও। লিভারপুলের সাবেক ডিফেন্ডার স্টিফেন ওয়ারনক বললেন, ‘‘এটা ইগোর দ্বন্দ্ব।’’

প্রিমিয়ার লিগের অপর ম্যাচে পয়েন্ট হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। বার্নলির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা। ৩৪ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে ম্যানইউ আছে সাত নম্বরে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত